লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন ৯ মার্চ

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট জেলা পরিষদের উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ৯ মার্চ শুধুমাত্র চেয়ারম্যান পদে এ উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
শনিবার (২৭ জানুয়ারি) জেলা নির্বাচন কর্মকর্তা লুৎফুল কবির সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় গত ২৭ নভেম্বর লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন অ্যাভোকেট মতিয়ার রহমান।ওইদিন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব বরাবর এ সংক্রান্ত একটি আবেদন করেন তিনি। তার পদত্যাগপত্র গ্রহণ করে জেলা পরিষদের চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করে একটি প্রজ্ঞাপন জারি করে মন্ত্রণালয়। পরে জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান তাহমিদুল ইসলাম বিপ্লবকে চেয়ারম্যান হিসেবে ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রণালয়।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ১৩ ফেব্রুয়ারি, মনোনয়ন যাচাই বাছাই ১৫ ফেব্রুয়ারি, আপিল নিষ্পত্তি ১৯ ও ২০ ফেব্রুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২২ ফেব্রুয়ারি এবং প্রতীক বরাদ্দ করা হবে ২৩ ফেব্রুয়ারি।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. লুৎফুল কবির সরকার জানান, উপনির্বাচনের তফসিল মোতাবেক ভোট হবে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) দিয়ে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর লালমনিরহাট প্রতিনিধি হাসানুজ্জামান হাসান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.