লালমনিরহাটে ৭০ বোতল ফেন্সিডিলসহ পুলিশ সদস্য আটক

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ৭০ বোতল ফেনসিডিলসহ হুমায়ুন কবির নামে পুলিশের এক কন্সটেবলকে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদফতর। এসময় তার ব্যবহারিত মোটরসাইকেলটি আটক করা হয়।
মঙ্গলবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় কালীগঞ্জ থানার ওসি গোলাম রসূল তথ্য নিশ্চিত করেন। এর আগে সকালে উপজেলার কাকিনা মহিপুর সড়কের সিরাজুল মার্কেট এলাকা থেকে তাকে আটক করেন।
আটককৃত হুমায়ুন কবির হাতীবান্ধা হাইওয়ে থানায় কনস্টেবল পদে তিনি কর্মরত রয়েছেন।
লালমনিরহাট মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদফতরের সহকারী পরিচালক খায়রুল বাশার বিটিসি নিউজকে জানান, ভারত থেকে বিভিন্ন নিষিদ্ধ মাদক মহিপুর সেতু হয়ে ঢাকাসহ বিভিন্নস্থানে যাচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে কালীগঞ্জ উপজেলার কাকিনা মহিপুর সড়কের সিরাজুল মার্কেট এলাকায় অভিযান চালানো হয়। পরে মোটরসাইকেল আরোহীকে সন্দেহ হলে তাকে আটক করা হয়। পরে তার শরীর ও মোটরসাইকেল তল্লাশি করে ৭০ বোতল ফেনসিডিল পাওয়া যায়।
এ বিষয়ে হাতীবান্ধা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম বিটিসি নিউজকে বলেন, হুমায়ুন কবির ভোরে ছুটি নিয়ে বগুড়ায় যাওয়ার কথা ছিল। তিনি কি কারনে মাদকসহ আটক হয়েছে এ বিষয়ে আমার জানা নেই।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর লালমনিরহাট প্রতিনিধি হাসানুজ্জামান হাসান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.