লালমনিরহাটে সেনা বাহিনীর টহল জোরদার

লালমনিরহাট প্রতিনিধি: করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখা ও জনগণকে সচেতন করতে লালমনিরহাটের বিভিন্ন এলাকায় টহল জোরদার করেছে সেনাবাহিনী।
এরই অংশ হিসেবে আজ বৃহস্পতিবার সকাল থেকে ৬৬ পদাতিক ডিভিশনের রংপুর ক্যান্টনমেন্টের ৩৪ ইস্ট বেঙ্গলের অধিনায়ক লে. কর্ণেল মোঃ হাফিজুর রহমানের নেতৃত্বে জেলা শহরের মিশন মোড়, বিডিআর গেট, গোশালা বাজার, সাপটানা এলাকায় ঘুরে ঘুরে মাইকিং করেন সেনা সদস্যরা।
এ সময় ওইসব এলাকায় সাইকেল, মোটরসাইকেল, রিকশা, অটোরিকশা, প্রাইভেটকার, মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহনে সামাজিক দূরত্ব মেনে চলতে সাধারণ মানুষকে সচেতন করার বিভিন্ন কার্যক্রম চালান সেনা সদস্যরা।
এছাড়া, জনসাধারণ যেন জরুরী কাজ ছাড়া বাইরে বের না হয়। জরুরী কাজে বের হলেও যেন মাস্ক, হ্যান্ড গ্লাভস পরিধান করে সে ব্যাপারে পরামর্শ দিয়ে সামাজিক দূরত্ব মানতে উৎসাহ দেন তারা। সকলকে বাড়িতে থাকার অনুরোধ করেন।
পরে জেলার বিভিন্ন এলাকার অসহায় মানুষের বাড়িতে গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করেন সেনা সদস্যরা।
জনসচেতনতায় টহল ছাড়াও সেনা সদস্যরা গত ৩ দিনে প্রান্তিক পর্যায়ে গিয়ে কৃষকদের মাঝে ঢেড়স, চিচিঙ্গা, পুঁইশাকসহ বিভিন্ন সবজি বীজ বিতরণ করেন।
প্যাট্রোল কমান্ডার ক্যাপ্টেন মো. আমজাদ হোসেন বিটিসি নিউজ এর প্রতিবেদককে বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে জনগণকে সচেতন করা ছাড়াও আমাদের এই ত্রাণ ও বীজ বিতরণ কার্যক্রম সংকট চলা পর্যন্ত অব্যাহত থাকবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর লালমনিরহাট প্রতিনিধি হাসানুজ্জামান হাসান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.