লালমনিরহাটে শিয়াল আটকানো জালে বিদ্যুৎতের লাইন, মারা গেল ফার্মের মালিক

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধায় শিয়াল আটকানো জালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বীরেন চন্দ্র (৪০) নামের এক খামারীর মৃত্যু হয়েছে। আজ রোববার (০৪ জুলাই) সকালে উপজেলার দক্ষিণ গোতামারী এলাকায় এ ঘটনাটি ঘটেছে। মৃত বীরেন চন্দ্র দক্ষিণ গোতামারী এলাকার মনোরঞ্জনের পুত্র।
স্থানীয়রা জানান, প্রতিদিনের মত তার মুরগীর ফার্মে শিয়ালকে আটক করতে বিদ্যৎতের লাইন দিয়ে রাখতেন বীরেন চন্দ্র। কিন্তু মনে ভুলে সকালে বিদ্যুৎতে লাইন অফ না করে হাত দেয়। পরে সেখানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যু বরণ করেন বীরেন।
এ বিষয়ে গোতামারী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নারায়ণ চন্দ্র বর্মন ঘটনার সত্যতা বিটিসি নিউজকে নিশ্চিত করে বলেন, বীরেন চন্দ্র লেয়ার মুরগির খামারে কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক শক পেয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
এ বিষয়ে হাতীবান্ধা থানা কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম বিটিসি নিউজকে বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যুর খবরটি শুনেছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর লালমনিরহাট প্রতিনিধি হাসানুজ্জামান হাসান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.