লালমনিরহাটে মাদক সেবনের সময় দুই স্বাস্থ্য সহকারী আটক

লালমনিরহাট প্রতিনিধি: মাদক সেবনের সময় হাতে নাতে লালমনিরহাটের আদিতমারী উপজেলায় দুই স্বাস্থ্য সহকারীকে আটক করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারী) সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের সংকরটারী গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সংকরটারী গ্রামে পুলিশের অভিযান পরিচালনা করা। ওই সময় ফেন্সিডিল সেবন অবস্থায় হাতে নাতে আটক করে পুলিশ সদস্যরা।
আটককৃতরা হলেন, উপজেলার সারপুকুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মনসুর আলীর ছেলে কমিউনিটি ক্লিনিকের হেল্থ প্রোভাইডার নুরুজ্জামান স্বপন(২৯) ও উপজেলার মহিষখোচা ইউনিয়নের দক্ষিণ বালাপাড়া গ্রামের মোখলেছুর রহমানের ছেলে স্বাস্থ্য সহকারী গোলাম রব্বানী মিরু (২৬)। তারা দুজনই একই গ্রামের বাসিন্দা।
আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাইফুল ইসলাম বিটিসি নিউজ এর প্রতিবেদককে বলেন, দু’জনের ডোপ টেষ্ট করে ফেন্সিডিল সেবনের সত্যতা নিশ্চিত করেছেন চিকিৎসকরা। আগামীকাল শুক্রবার (২৪ জানুয়ারী) সকালে তাদের জেলহাজতে পাঠানো হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর লালমনিরহাট প্রতিনিধি হাসানুজ্জামান হাসান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.