লালমনিরহাটে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যদিয়ে পুজা শুরু

লালমনিরহাট প্রতিনিধি:  মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে লালমনিরহাটে শারদীয় দুর্গাৎসবের শুভ সূচনা করেন জেলা প্রশাসক আবু জাফর।

আজ শুক্রবার (৪ অক্টোবর) সন্ধ্যায় শহরের অমৃত সংঘ সার্বজনীন পূজা উদযাপন পরিষদের আয়োজনে শহরের সাপটানা বাজার এলাকায় দৃষ্টিনন্দন পুজামন্ডপে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করে পুজার্চনার সূচনা করেন।
এ সময় বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান এ্যড. মতিয়ার রহমান, পুলিশ সুপার এস এম রশিদুল হক।
সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি হীরা লাল রায়, এ্যাড. গোলাম রব্বানী, সদর উপজেলা পুজা উদযাপন পরিষদের আহ্বায়ক এ্যাড. চিত্তরঞ্জন রায় মন্টু, অমৃত সংঘ পূজা উৎযাপন কমিটির সভাপতি সমীর কামার দেব, সম্পাদক মনিন্দ্রনাথ সরকার সহ দেব পরিবারের সদস্য ও সদস্যাবৃন্দ উপস্থিত প্রমূখ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর লালমনিরহাট প্রতিনিধি হাসানুজ্জামান হাসান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.