লালমনিরহাটে বাঁশের সাকো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলা চল! দেখার যেন কেউ নেই 

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট সদর উপজেলায় ২০১৭ সালের ভয়াবহ বন্যায় কুলাঘাট ইউনিয়নের সীমান্তে শখের বাজারে একটি কালর্ভাট ভেঙ্গে যায়। যা পরবর্তীতে ভোগান্তির কারন হয়ে দাড়ায়। পথচারীরা এই ভোগান্তি নিয়ে চলছে বছরের পর বছর।
ইউনিয়নের পাশ্ববর্তী কয়েকটি গ্রামের মানুষ প্রধান রাস্তা হিসেবে ব্যবহার করে এটি। হতাশা আর ক্ষোভ প্রকাশ করে পথচারীরা বলছেন, প্রতিদিন এই সাঁকো দিয়ে পারাপার করছে শতাধিক শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন পেশাজীবীর মানুষ। এই পথে বাঁশের সাঁকোই চলাচলের একমাত্র ভরসা।
 এ অবস্থায় ওই রাস্তা দিয়ে গাড়ি তো দূরের কথা বাইসাইকেল চলাচলেরও অনুপোযোগী হয়ে পড়েছে। তৈরী হয়েছে মরন ফাঁদ।
এলাকার মানুষ ব্যবসা বানিজ্যসহ বিভিন্ন প্রয়োজনে প্রতিদিন লালমনিরহাট থেকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি নিতে এই রাস্তা দিয়েই চলাচল করে। রাস্তাটির অবস্থা করুন হওয়ায় অনেকের ব্যবসা বন্ধের উপক্রম হয়েছে।
স্থানীয়রা বিটিসি নিউজকে জানান, বিগত দুই বছরের এই রাস্তাটি সংস্কার হয়নি।
এলাকাবাসী চলাচলের জন্য তাদের নিজের চেষ্ঠায় একটি বাঁশের সাঁকো তৈরী করে চলাচল করছে খুব কষ্টে।
রাস্তাটি দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত যাতায়ত করছে হাজার হাজার মানুষ। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সুদৃষ্টি রাখলেই রাস্তাটির উন্নয়ন সম্ভব। সেই সাথে ওই রাস্তাটি পূর্ণ সংস্করণ করার জোর দাবী জানান এলাকাবাসী।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর লালমনিরহাট প্রতিনিধি হাসানুজ্জামান হাসান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.