লালমনিরহাটে বইছে মৃদু শৈত্যপ্রবাহ”,কুয়াশার সাথে বাড়ছে শীত!

লালমনিরহাট প্রতিনিধি: গত কয়েক দিন ধরে সূর্যের দেখা মিললেও হঠাৎ করেই উত্তরের সীমান্তবর্তী জেলা লালমনিরহাটে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। একই সাথে বাড়ছে কুয়াশার সাথে শীত।
জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। যার ফলে চরম দূর্ভোগে পড়েছে তিস্তা ও ধরলা তীরবর্তী ছিন্নমূল মানুষরা।
আজ রোববার (১০ জানুয়ারী) দুপুরে কুড়িগ্রাম রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র রায় এ তথ্য নিশ্চিত করেন।
এদিকে ঘন কুয়াশার কারণে বাজারগুলোতে তেমন দোকান-পাট খুলতে দেখা যায়নি। লালমনিরহাট-বুড়িমারি মহাসড়কের যানবাহন চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে। লোকজনের চলাচলও স্বাভাবিকের তুলনায় অনেক কম। বিশেষ করে চরম ভোগান্তিতে পড়েছেন তিস্তা চর অঞ্চলের মানুষরা।
কুড়িগ্রাম রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র রায় বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, গত কয়েক দিনের চেয়ে আজকের তাপমাত্রা কমেছে। যার ফলে শীত ও ঘন কুয়াশায় বেড়েছে। তবে বিকেল হতে হতে ঘন কুয়াশা কেটে যেতে পারে। এই তাপমাত্রা কয়েকদিন থাকতে পারে বলে তিনি ধারণা করছেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর লালমনিরহাট প্রতিনিধি হাসানুজ্জামান হাসান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.