লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় কৃষকের মৃত্যু

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় ইয়াসিন আলী বাবু (৩০) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ সময় ধান মাড়াইয়ের গাড়ি উল্টে দুই কৃষক আহত হন।
আজ শনিবার (০১ মে) সকালে উপজেলার লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের ভোটমারী রেলষ্টেশন সংলগ্ন ভাকারি ব্রীজে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কৃষক ইয়াসিন আলী বাবু উপজেলার ভোটমারী ইউনিয়নের উত্তর মুশরত মদাতী গ্রামের গোলাম মোস্তফার ছেলে।
স্থানীয়রা জানান, সকালে ধান মারাই করে শ্যালো মেশিন চালিত একটি গাড়ি নিয়ে বাড়ির দিকে যাচ্ছিল বাবু। এসময় বুড়িমারী থেকে আসা একটি ট্রাক ধান মারাইয়ের গাড়িতে ধাক্কা দিলে ট্রাক ও শ্যালো মেশিন চালিত থ্রী- হুলার (ধান মারাই) গাড়ি উল্টে যায়। এতে কৃষক ইয়াসিন আলী বাবু ও তার ছোট ভাই ইমরান একই গ্রামের জাহেদুর রহমান(৩৫) আহত হয়।
এদের মধ্যে কৃষক ইয়াসিন আলী বাবু শ্যালো মেশিনের ধান মারাই গাড়ি নিচে পড়ে যান। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ এসে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক বাবুকে মৃত ঘোষনা করেন। অপর দুই কৃষক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
কালীগঞ্জ থানার ওসি আরজু মোঃ সাজ্জাত বিটিসি নিউজকে বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্য ট্রাক ও থ্রি হুইলাটি উদ্ধার করেছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহটি পরিবারকে হস্তান্তর করা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর লালমনিরহাট প্রতিনিধি হাসানুজ্জামান হাসান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.