লালমনিরহাটে গাঁজা সেবনের দায়ে আটক ৩

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় গাঁজা সেবনের দায়ে তিন জনকে এক মাসের করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত।

আজ মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুরে এ আদেশ দেন ভ্রাম্যমান আদালতের বিচারক পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল করিম।

সাজাপ্রাপ্তরা হলেন, পাটগ্রাম উপজেলার মির্জার কোর্ট এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে আয়নাল হোসেন (৩৫), একই এলাকার আজিজুল হকের ছেলে সবুজ হোসেন (৩০) ও আমানতুল্ল্যার ছেলে রুবেল মিয়া (২৮)।

পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আলী বিটিসি নিউজকে জানায়,পাটগ্রামে বাজারে গাঁজা সেবন করছে এমন একটি গোপন খবরে থানা পুলিশ অভিযান চালিয়ে গাঁজা সেবনরত অবস্থায় আয়নাল, সবুজ ও রুবেলকে আটক করে।

পরে আটককৃতদের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে তিন যুবক তাদের দোষ স্বীকার করে নেয়। মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে গাঁজা সেবনের দায়ে তিন যুবককে এক মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন আদালত।

পরে তাদেরকে লালমনিরহাট কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান ওসি মনছুর আলী।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর লালমনিরহাট প্রতিনিধি হাসানুজ্জামান হাসান।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.