লালমনিরহাটে করোনায় ২ স্কুল শিক্ষকের মৃত্যু

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুই জন স্কুল শিক্ষক মারা গেছেন। জেলা সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, দুই স্কুল শিক্ষকই শহরের সাপ্টানা বাজার এলাকার বাসিন্দা ছিলেন। করোনা আক্রান্ত হয়ে নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।
তারা হলেন- লালমনিরহাট শহরে চার্চ অব গড উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক অমিতা দেবো (৪৬) ও কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ফুলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াউল হক মন্ডল লুলু (৫৫)।
ডা. নির্মলেন্দু রায় বিটিসি নিউজকে জানান, জিয়াউল হক মন্ডল লুলু চিকিৎসাধীন অবস্থায় নিজ বাড়িতে গত সোমবার রাতে মারা যান। আর অমিতা দেবো মারা যান আজ মঙ্গলবার বিকেলে।
তিনি আরও জানান, গত কয়েকদিন ধরে লালমনিরহাটে করোনা শনাক্তের হার ৩৭-৩৮ শতাংশ যা দুই মাসে আগে ছিল ১০-১১ শতাংশ। আজ মঙ্গলবার ৪৩ জনের নমুনা পরীক্ষা করে ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর লালমনিরহাট প্রতিনিধি হাসানুজ্জামান হাসান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.