লালমনিরহাটে ইনস্যুরেন্সের আড়ালে অসামাজিক কার্যকলাপ, ৩ নারী সহ যুবলীগ নেতা আটক

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ইনস্যুরেন্স কোম্পানির ব্যানার সাঁটিয়ে অসামাজিক কার্যকলাপ চালানোর দায়ে এক যুবলীগ নেতাসহ ৪ জনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে উপজেলা সদরের ভাদাই ইউনিয়নের মাষ্টার পাড়ার একটি ভাড়া বাসা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, উপজেলার পলাশী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সম্পাদক এরশাদ হোসেন (৪২), একই ইউনিয়নের মাসুমা ইয়াসমিন (৩৫), বাওয়াইর চওড়া গ্রামের ফিরোজা বেগম (৪৫) ও গাজিপুরের চন্দ্রা এলাকার বর্ষা বেগম (২২)।
পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলা সদরের মাষ্টার পাড়া এলাকায় বাসা ভাড়া নেন এরশাদ আলী। সেখানে এনআরবি ইসলামিক লাইফ ইনস্যুরেন্স কোম্পানির সাইনবোর্ড সাঁটিয়ে অসামাজিক কার্যকলাপ ও মদের আসর বসানো হতো।
বৃহস্পতিবার দুপুরে পুলিশ ওই বাড়িতে অভিযান চালিয়ে যুবলীগ নেতা এরশাদ আলীসহ ৩ নারীকে আটক করে। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে পুলিশ।
বাসার তত্ত্বাবধায়ক মাদরাসা শিক্ষক সিরাজুল ইসলাম বিটিসি নিউজকে বলেন, তারা মালিকের সঙ্গে কথা বলে ইনস্যুরেন্সের অফিস করার জন্য বাসা ভাড়া নিয়েছিল। তবে কোন চুক্তিপত্র হয়নি।
আদিতমারী থানা ওসি (তদন্ত) রফিকুল ইসলাম রফিক বিটিসি নিউজকে বলেন, আটককৃতদের সকলে আগে থেকেই নানা অসামাজিক কাজে জড়িত ছিলেন। তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর লালমনিরহাট প্রতিনিধি হাসানুজ্জামান হাসান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.