লালপুরে সেনাবাহিনীর টোহল ও জরুরী সভা

লালপুর (নাটোর) প্রতিনিধি: “করোনাকে না করি অবহেলা ঘরে থেকে করি মোকাবেলা” নভেল করোনা ভাইরাস প্রতিরোধের পূর্ব প্রস্তূতি  হিসেবে ও সামাজিক যোগাযোগ দূত্য বজায় রাখার জন্য নাটোরের লালপুরে মাঠে নেমেছে সেনাবাহিনী।
আজ শনিবার সকাল থেকে উপজেলার বিভিন্ন গ্রামে গ্রামে  ও বাজার এলাকায় উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ অভিযানে করোনা ভাইরাস সম্পর্কে জনসচেতনতা মুলক মাইকিং, মসজিদে এবং ইউনিয়ন পরিষদ চত্তরে জীবানুনাশক স্প্রে ছিটানো হয়।
বিশেষ প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাওয়া যাবেনা, মাস্ক ছাড়া কেউ চলাফেরা করতে পারবেনা, জনসমাগম করা যাবেনা । এসব বিষয় গুলি না মানলে  নিয়ম ও আইন ভঙ্গ করলে সেই ব্যক্তির বিরুদ্ধে আইনত ব্যাবস্থা গ্রহন করা হবে।
এছাড়াও উপজেলা সম্মেলে কক্ষে বিভিন্ন কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে সেনাবাহিনীর  নভেল করোনা ভাইরাস প্রতিরোধে আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন লেঃ কর্ণেল আরিফ উপজেলা পরিষদ চেয়ারম্যান ইসাহাক আলী, উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতি, জেলা পরিষদ সদস্য ও গোপালপুর পৌর বনিক সমিতির সভাপতি বদিউর রহমান বদর প্রমূখ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর লালপুর (নাটোরপ্রতিনিধি নাহিদ হাসান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.