লালপুরে শিক্ষার্থীদের মাঝে সিবিইটি বৃত্তির চেক প্রদান


লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে গোপালপুর ডিগ্রী পাশ ও অনার্স কলেজে শিক্ষার্থীদের মাঝে কানাডা বাংলাদেশ এ্যাডুকেশন ট্রাস্ট বৃত্তির চেক প্রদান করা হয়েছে।

আজ সোমবার (৯মার্চ) সকালে চেক প্রদান অনুষ্ঠানে গোপালপুর ডিগ্রী পাশ ও অনার্স কলেজে অধ্যক্ষ আকরাম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে চেক প্রধান করেন উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতি। এসময় অন্যান্যের মধ্যে ছিলেন উক্ত কলেজের সহকারী অধ্যাপক ইব্রাহীম খলিল, উপধ্যক্ষ নুরনবী সহ কলেজের সকল অধ্যাপকগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রতিজন শিক্ষার্থীকে ৬০০০/-(ছয় হাজার) করে মোট ৫জনকে ৩০,০০০/-(ত্রিশ হাজার) চেক প্রদান করা হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর লালপুর (নাটোরপ্রতিনিধি নাহিদ হাসান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.