লালপুরে শস্য উৎপাদন ও সংরক্ষণ বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে দরিদ্র বিমোচনের লক্ষে অপ্রধান শস্য উৎপাদন ও সংরক্ষণ বিষয়ক প্রযুক্তিগত কলাকৌশলের উপর উপকারভোগী সদস্যদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৮জুন) সকালে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের উদ্যোগে উপজেলা বিআরডিবি হল রুমে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

৪দিন ব্যাপী প্রশিক্ষণের ২য় দিনে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইসাহাক আলী, ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন মনি এবং প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার আব্দুর রহমান, বিএডিসির লালপুর উপজেলার উপ-সহকারী প্রকৌশলী নফছার আলী, সহকারী পল্লী উন্নয়ন অফিসার একে এম শাহানুর আলম প্রমূখ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর লালপুর (নাটোরপ্রতিনিধি নাহিদ হাসান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.