লালপুরে ভেজাল গুড় তৈরীর অভিযোগে ৩ ব্যবসায়ীর দেড় লাখ টাকা জরিমানা


নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুরে ভেজাল গুড় সংরক্ষণ সহ অবৈধ ভাবে আখ মাড়াইয়ের অপরাধে ৩জন ব্যবসায়ীর নিকট থেকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল সোমবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার (দায়িত্বপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাম্মী আক্তার অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আড়বাব গ্রামের সামছের আলীর ছেলে হামিদুল ইসলাম (৩৫) একই গ্রামের মৃত কাশেম আলীর ছেলে শহিদুল ইসলাম (৪০) কে ভেজাল গুড় সংরক্ষণের দায়ে ৫০হাজার টাকা করে জরিমানা করে এবং ১হাজার ৫শ কেজি ভেজাল গুড় ও অস্বাস্থ্যকর ক্যামিকেল জব্দ করে।
অন্য দিকে অবৈধ ভাবে আখ মাড়াইয়ের অপরাধে গৌরীপুর গ্রামের মৃত মোছের এর ছেলে হাবিবুর রহমান (৫০) এর নিকট থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত বলে জানা গেছে।
আদায়কৃত টাকা সরকারী কোষাগারে জমা করা হয়েছে।
এসময় রাজশাহী র‌্যাব-৫ নাটোর সিপিসি-২ এর কো¤পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.