লালপুরে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও জনসচেতনতামূলক সেমিনার ও প্রেসব্রিফিং

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে উপজেলা পর্যায়ে নিরাপদ, নিয়মিত ও মানসম্পন্ন অভিবাসন নিশ্চিতকরনের লক্ষে প্রচার, প্রেসব্রিফিং ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (০৭ সেপ্টেম্বর) সকালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং উপজেলা প্রশাসনের আয়োজনে লালপুর উপজেলা অডিটরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে লালপুর উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতির সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা পরিষদর চেয়ারম্যান ইসাহাক আলী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাম্মী আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন মনি, মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার সহ উপজেলার বিভিন্নদপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর লালপুর (নাটোরপ্রতিনিধি নাহিদ হাসান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.