লালপুরে প্রধান শিক্ষককের থাপ্পড়ে শিক্ষার্থী আহত


নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুরে প্রধান শিক্ষককের থাপ্পড়ে ইসরাত জাহান নিলা নামের এক দশম শ্রেণীর শিক্ষার্থী আহত হয়েছে। বুধবার (২২ জুন) দুপুর তিনটার দিকে উপজেলার গোপালপুর নর্থ বেঙ্গল সুগার মিলস হাইস্কুলে এই ঘটনা ঘটে বলে জানা গেছে।
তবে বিষয়টি সন্ধ্যার দিকে চারে দিকে ছড়িয়ে পড়ে।ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানান গুঞ্জন শোনা যায়। আর ওই শিক্ষার্থী লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে বলে জানা গেছে।
নিলা দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। পাঠদান শুরুর দেরি থাকায় সে তাঁর বান্ধবীকে নিয়ে দ্বিতীয় তলায় ল্যাব রুমে সামনে দাঁড়িয়ে থাকে।
বিষয়টি প্রধান শিক্ষক খবর পেলে, নিলাকে তার অফিস কক্ষে ডেকে নিয়ে থাপ্পর মারতে থাকে। এঅবস্থায় ওই শিক্ষার্থী অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। অন্য শিক্ষার্থীরা নিলার মাকে মুঠোফোনে খবর দেয়।
নিলার মা ঘটনাস্থলে এসে উদ্ধার করে নিয়ে গিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেন বলে জানা যায়।
এবিষয়ে শিক্ষার্থী ইসরাত জাহান নিলার মা বিটিসি নিউজকে বলেন, স্কুলের প্রধান শিক্ষক এবিষয়ে কোন জায়াগায় অভিযোগ দিতে নিষেধ করেছে। এবিষয়ে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক গাওছুল আজম এর মুঠো ফোনে যোগাযোগ করলে ফোনটি রিসিভ করেনি তিনি।
এবিষয়ে মিলের ব্যবস্থাপনা পরিচালক আনিসুল আজম বিটিসি নিউজকে বলেন, বিষয়টি সাংবাদিকদের মাধ্যমে জানতে পেরেছি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.