লালপুরে টিসিবির পন্য বিক্রয়

লালপুর (নাটোর) প্রতিনিধি: করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে টিসিবি ( ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ ) থেকে পণ্য বিক্রয় করা হয়েছে।

আজ বুধবার সকালে নাটোরের লালপুর উপজেলার চংধূপইল ইউনিয়ন এলাকায় পণ্য বিক্রয় শুরু করেন টিসিবির আল-আমিন ট্রেডার্স। পণ্যের মধ্যে চিনি ও মসুর ডাল কেজিপ্রতি ৫০ টাকা দরে এবং সয়াবিন তেল প্রতি লিটার ৮০ টাকা ও পেঁয়াজ প্রতিকেজি ২৫টাকা দরে বিক্রি করা হয়।

করোনার প্রভাবে মানুষেরা সামাজিক দূরত্ব বজায় রেখে দীর্ঘ সারিতে দাঁড়িয়ে টিসিবির পণ্য সংগ্রহ করছেন।

উক্ত বিক্রয় কার্যক্রমের পরিচালনা ও জনগণকে করোনা প্রতিরোধে সাবধান করেন এ্যাড. ইমরান আলী।

এসম উপস্থিত ছিলেন, লালপুর থানাধিন আব্দুলপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোস্তাক আহম্মেদ, চংধূপইল ইউপি সদস্য মিজানুর রহমান সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ লালপুর (নাটোর) প্রতিনিধি নাহিদ হাসান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.