লালপুরে কৃষাণ-কৃষাণী প্রশিক্ষণ কর্মশালা


লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে ২০১৯-২০ অর্থ বছরে এনএটিপি, ডিএই’র আওতায় দিনব্যাপী কৃষণ-কৃষানী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

পরিবেশ বান্ধব কৃষি প্রযুক্তি ও সিআইজি ব্যবস্থাপনা বিষয়ে উপজেলা এনএটিপি প্রশিক্ষণ হলরুমে দিনব্যাপী প্রশিক্ষণে ৩০জন কৃষাণ-কৃষাণী অংশগ্রহণ করেন।

আজ বুধবার (১৮মার্চ) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যেগে আয়োজিত প্রশিক্ষণে উপস্থিত ছিলেন নাটোর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক (উদ্যান) হাবিবুল ইসলাম খাঁন,  উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম, লালপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার শেখ মুহাম্মাদ মামুর রশিদ সহ নাটোর জেলা উদ্যান তত্ত্বরা উপস্থিত ছিলেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর লালপুর (নাটোর) প্রতিনিধি নেওয়াজ মাহমুদ নাহিদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.