বিটিসি বিনোদন ডেস্ক: একসময়ের তুমুল জনপ্রিয় ভিডিও গেম ‘টম্ব রেইডার’। কল্প জগতের এই রোমাঞ্চকর খেলা এসেছে চলচ্চিত্রের পর্দায়ও। ২০০১-এ এটি অবলম্বনে হয়েছিল ‘লারা ক্রফট: টম্ব রেইডার’; তাতে নাম ভূমিকায় অভিনয় করেন অ্যাঞ্জেলিনা জোলি।
এরপর ২০১৮ সালেও একটি ছবি হয়, যেখানে লারা ক্রফট হয়েছিলেন অ্যালিসিয়া বিকান্দার।
এবার ‘টম্ব রেইডার’ সিরিজ হয়ে আসছে অ্যামাজন প্রাইম ভিডিওতে। আর এতে প্রধান চরিত্র লারা ক্রফটের ভূমিকায় থাকছেন সোফি টার্নার। বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে সোফির ফার্স্টলুক।
তাতে দেখা গেল, লারার মতো পোশাকে হাতে পিস্তল হাতে দাঁড়িয়ে সোফি।
এ রূপে সোফিকে অনেকে পছন্দ করছেন বটে, আবার সমালোচনাও কম নয়।
সোফির সঙ্গে সিরিজটিতে থাকছেন মার্টিন বব-সেম্পল, সিগার্নি ওয়েভার, জেসন আইজ্যাক, মার্টিন বব-সেম্পল, জ্যাক ব্যানন, জন হাফারনানসহ অনেকে। নির্মাণে ফোয়েব ওয়ালার-ব্রিজ।
১৯৯৬ সালে মুক্তির পর ‘টম্ব রেইডার’ গেমটি বিপুল জনপ্রিয়তা পায়।
আর লারা ক্রফট চরিত্রটিও অ্যাকশন তারকা হয়ে ওঠে। ফলে সিরিজটি ঘিরে দর্শকের আগ্রহের পারদ চূড়ায়। এখন দেখার পালা, সে আগ্রহের কতখানি পূর্ণ করতে পারেন সোফি। #















