লামার মিরিঞ্জায় গাছের সঙ্গে পর্যটকবাহী মিনিবাসের ধাক্কা, আহত-২৫

বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের লামার মিরিঞ্জা এলাকায় গাছের সঙ্গে পর্যটকবাহী মিনিবাসের ধাক্কায় ২৫ জন পুরুষ, নারী ও শিশু আহত হয়েছে। আহতদের মধ্যে এক শিশুসহ তিন জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকাল ১০টায় লামার মিরিঞ্জা পাহাড়ের মাদানীনগর এলাকায় এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে কয়েকহন হলেন– ডা. ফাহাদ বিন তৈয়ব (৩৪), মালিয়াত জাহান দুলিকা (১২), আব্দুল্লাহ মো. ওমর ফারুক (৫), আওসাফ আহনাফ সিদ্দিকি তাহজিব (১২), ফজল আহমেদ (৫৫), মো. হেলাল (৩১), তাহজীব (১২)। আহতরা সবাই লোহাগাড়া উপজেলার আধুনগর ও কলাউজানের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানান, ঈদের ছুটিতে সবাই চট্টগ্রামের লোহাগাড়ার আধুনগর ও কলাউজান থেকে এসআর নামে একটি মিনিবাসে লামায় বেড়াতে যাচ্ছিল। তাদের মিনিবাসটি লামার মিরিঞ্জা পাহাড়ের মাদানীনগর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি বড় গাছকে ধাক্কা দেয়। এ ঘটনায় ২৫ জন আহত হন। পরে স্থানীয় দমকল বাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তিন জনের অবস্থা আশঙ্কাজনক হলে তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
লামা থানা পুলিশের উপ-পরিদর্শক রিয়াদ হোসেন জানান, বাসটি আপাতত লামা ট্রাফিক হেফাজতে আছে। আহত সবাইকে লামা  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। তারা সবাই প্রাথমিক চিকিৎসা নিয়ে লোহাগাড়ায় চলে যায়। গুরুতর আহত হেলপার আমজাদ হোসেনের দুই পা ভেঙে গেছে। তার স্বজনরাও আসছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বান্দরবান প্রতিনিধি মো: আলাউদ্দিন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.