লাদেন পাকিস্তানের হিরো ছিলেন : মোশাররফ

ছবি: সংগৃহীত

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: আল কায়েদার সাবেক শীর্ষ নেতা ওসামা বিন লাদেন পাকিস্তানের হিরো ছিলেন বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ। পাশাপাশি জম্মু ও কাশ্মীরে ভারতীয় বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ের জন্য কাশ্মীরি মুজাহিদিনদের পাকিস্তান প্রশিক্ষণ দিতো বলেও স্বীকার করেছেন সাবেক এই প্রেসিডেন্ট। (খবর এনডিটিভি’র)

ভিডিওতে মোশাররফকে বলতে শোনা যায়, ‘১৯৭৯ সালে আমরা আফগানিস্তানে ধর্মীয় জঙ্গিবাদ শুরু করি পাকিস্তানের সুবিধার জন্য এবং ওই দেশ (আফগানিস্তান) থেকে সোভিয়েতদের তাড়াতে। আমরা সারা পৃথিবী থেকে মুজাহিদিনদের নিয়ে আসি, তাদের প্রশিক্ষণ দিই এবং অস্ত্র সরবরাহ করি।’

মোশাররফ আরও বলেন, ‘আমরা তালিবানদের প্রশিক্ষণ দিয়ে তাদের পাঠাই। ওরা ছিল আমাদের নায়ক। হাক্কানি ছিল আমাদের নায়ক। ওসামা বিন লাদেন ছিল আমাদের নায়ক। আয়মান আল-জাওয়াহিরি ছিল আমাদের নায়ক। এরপর বিশ্বের পরিস্থিতি বদলে গেল। দুনিয়া সব কিছুকে অন্য ভাবে দেখতে শুরু করল। আমাদের নায়করা খলনায়ক হয়ে গেল।’

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ ২০১৬ সাল থেকে দুবাইয়ে আছেন। তার বিরুদ্ধে পাকিস্তানে রাষ্ট্রদ্রোহ মামলা চলছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.