লাদেনকে “শহীদ” অ্যাখা দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান

ফাইল ছবি

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: আল কায়েদা প্রধান ওসামা বিন লাদেনকে “শহীদ” বলে অ্যাখ্যা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। গতকাল বৃহস্পতিবার (২৫ জুন) পার্লামেন্টে দাঁড়িয়ে এ অ্যাখ্যা দেন তিনি।

এদিকে প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের তীব্র সমালোচনা করে বিরোধী দলীয় নেতা খাজা আসিফ বলেন, একজন জঙ্গিকে শহীদ বলে ইমরান খান পাকিস্তানীদের অপমান করেছেন।

গতকাল বৃহস্পতিবার (২৫ জুন) নানা ইস্যুতে পার্লামেন্টে বক্তব্য রাখেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। বক্তব্যের এক পর্যায়ে আল কায়েদা প্রধান ওসামা বিন লাদেনকে “শহীদ” বলে অ্যাখ্যা দেন পাক প্রধানমন্ত্রী। বলেন, পাকিস্তানে ঢুকে ওসামাকে হত্যা করেছে মার্কিন সেনারা। যা পাক সরকারকে অস্বস্তির মুখে ফেলেছে।

তিনি বলেন, এটা কোনোদিনই ভুলবো না, মার্কিন সেনারা আমাদের দেশ ঢুকে ওসামা বিন লাদেনকে হত্যা করেছে। আমাদেরকে বিব্রতকর অবস্থায় ফেলেছিলো তারা। লাদেন “শহীদ” হয়েছেন।

এদিকে প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন বিরোধীদলীয় নেতা খাজা আসিফ।

তিনি বলেন, যে ব্যক্তি পাকিস্তানে জঙ্গিবাদের উত্থান করেছেন তাকে শহীদ বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। ওসামা একজন জঙ্গি এবং পাকিস্তানকে ধ্বংস করতে সে কাজ করেছে বলেও জানান খাজা।

বিরোধী দলীয় নেতা খাজা আসিফ জানান, আপনারা দেখেছেন প্রধানমন্ত্রী পবিত্র জায়গায় দাঁড়িয়ে এমন একজনকে শহীদ বলেছেন, যিনি পাকিস্তানে জঙ্গিবাদ শুরু করেছে। লাদেন একজন সত্যিকারের জঙ্গি। সে আমার দেশকে ধ্বংস করেছে। আর তাকে বলা হচ্ছে শহীদ। এটা লজ্জার।

নাইন ইলেভেনের মূল ষড়যন্ত্রকারী লাদেনকে ধরতে ২০১১ সালে পাকিস্তানের অ্যাবোটাবাদে অভিযান চালায় মার্কিন সেনাবাহিনী। ঐ অভিযানে নিহত হন লাদেন। এই ঘটনায় পাক সরকারকে অন্ধকারে রাখা হয়েছিলো বলে এর আগেও আপত্তি জানিয়েছিলেন ইমরান খান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.