লাওসের পার্লামেন্টে নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: স্বাস্থ্যগত কারণে সাবেক নেতা ফানখাম বিফাভানের পদত্যাগের পর লাওসের আইনপ্রণেতারা বিপুল সংখ্যাগরিষ্ঠ ভোটে নতুন প্রধানমন্ত্রী নির্বাচন করেছেন। রাষ্ট্রীয় গণমাধ্যম শুক্রবার (৩০ ডিসেম্বর) এ কথা জানায়।
সংবাদমাধ্যমের খবরে জানা যায়, লাওসের সাবেক উপপ্রধানমন্ত্রী সোনেক্সে সিফানডোন জাতীয় সংসদে ১৫১টির মধ্যে ১৪৯ ভোট পেয়ে কমিউনিস্ট দেশটির নেতৃত্ব গ্রহণ করেছেন।
সিফানডোন ক্ষমতা গ্রহণকালে দেশটির সংসদে বলেন, ‘আমি বিপ্লবী চেতনাকে উচ্চতর স্তরে উন্নীত করব।’
সাবেক প্রধানমন্ত্রী ফানখাম বিফাভান গত বছরের মার্চ মাসে দায়িত্ব গ্রহণ করেন। স্বাস্থ্যগত কারণে তিনি শুক্রবার (৩০ ডিসেম্বর) জাতীয় পরিষদে পদত্যাগের প্রস্তাব দেন।
৭২ বছর বয়সী প্রধানমন্ত্রী ফানখাম বিফাভান বলেন, ‘দেশ অধিকতর সমস্যার সম্মুখীন এমন অবস্থায় আমি এ কঠিন দায়িত্ব আর পালন করতে অপারগ।’
লাওস পূর্বে ইন্দোচীন ইউনিয়ন তথা ফরাসি ইন্দোচীনের অংশ ছিল। ১৯৫৩ সালে দেশটি স্বাধীনতা লাভ করে। দেশটি ১৯৬০-এর দশকে ভিয়েতনাম যুদ্ধে জড়িয়ে পড়ে। ১৯৭৫ সালে একটি সাম্যবাদী বিপ্লব দেশটির ছয় শতাব্দী-প্রাচীন রাজতন্ত্রের পতন ঘটায় এবং একটি গণতান্ত্রিক প্রজাতস্ত্র হিসেবে দেশটি পুনঃপ্রতিষ্ঠিত হয়।
এ বছর জ্বালানি ঘাটতি ও ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতিসহ কঠিন অর্থনৈতিক সমস্যার সঙ্গে লড়াই করছে লাওস। (সূত্র: এএফপি) #

Comments are closed, but trackbacks and pingbacks are open.