লন্ডন সফররত প্রধানমন্ত্রী টেলিফোনে পরীক্ষায় উত্তীর্ণদের অভিনন্দন ও শুভেচ্ছা জানায়

বিটিসি নিউজ ডেস্কআজ সোমবার লন্ডন সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেলিফোনে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

সোমবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে আনুষ্ঠানিক ভাবে এই ফল ঘোষণা করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তবে ফল প্রকাশের আগে লন্ডনে অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উত্তীর্ণদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান ।

কৃতকার্য সকল শিক্ষার্থীকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, যারা কৃতকার্য হতে পারেনি আবার প্রস্তুত হয়ে পরীক্ষা দিলে ভালো করতে পারবে।

এ ছাড়া সময়মত ফল ঘোষণা করায় শিক্ষা মন্ত্রণালয়কে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এবারের পাশের হার ৮২.২০ শতাংশ। যা গতবছর ছিল ৭৭.৭৭ শতাংশ। গতবারের চেয়ে এবার পাশের হার বেড়েছে ৪.৪৩ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৫ হাজার ৫৯৪ জন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.