লন্ড‌নে দুটি বিয়ের অনুষ্ঠানে সস্ত্রীক অংশ নি‌লেন তারেক রহমান

বিটিসি নিউজ ডেস্ক: লন্ড‌নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম‌্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমান একইদিনে দু‌টি বি‌য়ের অনুষ্ঠানে অংশ নিয়েছেন।
রোববার (৩১ আগস্ট) সন্ধ‌্যায় তারা বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট পাশা খন্দকারের ছেলের ওয়ালিমা (বিয়ে পরবর্তী ভোজ) অনুষ্ঠানে যোগ দেন।
এর আগে, দুপু‌রে এ দম্প‌তি যুক্তরাজ্য বিএনপির দফতর সম্পাদক মুজিবুর রহমানের ছেলের বিয়েতে অংশ নেন।
দু‌টি অনুষ্ঠানেই তারেক রহমান ও তার স্ত্রীকে আগত‌দের সঙ্গে হাসিমুখে কুশল বিনিময় কর‌তে দেখা গে‌ছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.