লটারি কেলেঙ্কারিতে বাজেয়াপ্ত ৪১০ কোটি টাকা

কলকাতা (ভারত) প্রতিনিধি: বেশকয়েকদিন ধরেই বিভিন্ন সূত্র থেকে লটারি নিয়ে অভিযোগ আসছিল। আর তাতে ইডি অভিযান চালিয়ে বাজেয়াপ্ত করল প্রায় ৪১০ কোটি টাকা। আরও টাকা ধাপে ধাপে উদ্ধার হতে পারে বলে খবর।
মূলত ভিন রাজ্যের লটারি সংক্রান্ত বেনিয়ম ধরা পরে। আর তার বেশিরভাগই বিক্রি হয় পশ্চিমবঙ্গ থেকে।
লটারির সাথে জড়িত ডিলার ও এজেন্টদের বাড়ি তল্লাশি করে উদ্ধার হয়েছে এই টাকা। দেখা গিয়েছে যে পরিমাণ টিকিট বিক্রি হয়েছে বলে খাতাকলমে দেখান হয়, সেইগুলো রয়ে গিয়েছে ডিলারদের কাছে।
অবিক্রিত টিকিট থেকে প্রথম পুরস্কারও উঠেছে একাধিকবার। সেই টাকা ডিলারদের পকেটে গেছে। আবার কিছু টাকা ঘুরপথে ভিনরাজ্যেও চলে গিয়েছে। যে প্রিন্টিং প্রেসে টিকিটগুলো ছাপা হয় সেখানে কত টিকিট ছাপা হল তার কোনও নির্দিষ্ট তথ্য নেই। এমনকি সরকারের কাছে নির্দিষ্ট কোনও তথ্য পাঠানোর নথি নেই।
ইতিমধ্যেই ইডি সংশ্লিষ্ট ডিলার ও এজেন্টদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের লেনদেন বন্ধ করে দিয়েছে। তদন্ত করে দেখা হচ্ছে আরও কোন বড় চক্রান্ত আছে কিনা।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর কলকাতা (ভারত)প্রতিনিধি স্বপন দেব। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.