লছিটিতে মাইক্রোবাস ও সিএন‌জি`র মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহত-২

 

ঝালকাঠি প্রতিনিধি: বরিশাল-ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কের নলছিটি উপজেলার মগড় ইউনিয়নের রায়াপুর এলাকায় রবিবার (১৬ জুন) রাত সাড়ে বারোটার দিকে মাইক্রোবাস ও সিএন‌জির মুখোমুখি সংঘর্ষ হয়ে চালকসহ দুইজন নিহত হয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুরাদ আলী।
জানা গেছে, বরিশাল থেকে ঝালকাঠির উদেশ্যে ছেড়ে আসা একটি সিএনজি বরিশাল- ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কের রায়াপুর নামক স্থানে আসলে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চালক আলামিন ও যাত্রী আলতাফ মুন্সী গুরুতর আহত হন।
পরে ঝালকাঠি জেলা প্রশাসক ফারাহ নিঝুম গুল তাদের সড়কে আহত অবস্থায় দেখে নিজ গাড়ীতে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন, ঝালকাঠির রাজাপুর উপজেলার উত্তমাবাদ এলাকার বাসিন্দা আবদুল হকের পুত্র সিএনজি চালক মো. আলামিন (৩৫) ও পিরোজপুর জেলার দাউদখালি ইউনিয়নের মৃত মফিজ উদ্দিনের পুত্র আলতাফ মুন্সী (৭০)।
নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুরাদ আলী বিটিসি নিউজকে জানান, দূর্ঘটনার শিকার সিএনজি পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঝালকাঠি প্রতিনিধি মো. মেহেদী হাসান মেহেদী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.