লঙ্কানদের বিপক্ষে বড় অস্ত্র হতে পারেন রাহী

বিটিসি স্পোর্টস ডেস্ক: টেস্ট ক্রিকেটে বাংলাদেশ দলের পেস আক্রমণের নিয়মিত সেনানী হয়ে উঠেছেন আবু জায়েদ রাহী। এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে সাদা পোশাকে খেলার অভিজ্ঞতা নেই তার। তবে, সহজাত সুইংয়ে লঙ্কান ব্যাটসম্যানদের বিপদে ফেলতে পারেন এই পেসার। বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজে দু’দলের কোনো ক্রিকেটার প্রভাবক হতে পারেন, ধারাবাহিক আয়োজনে এবার থাকছে আবু জায়েদ রাহীর বিস্তারিত-
আবু জায়েদ রাহীর আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার ৩ বছরের। ইন্টারন্যাশনাল সার্কিটে এই টাইগার পেসারের পদার্পণ শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের মধ্য দিয়েই।

এবারও প্রতিপক্ষ লঙ্কানরা। তবে, এবারের ফরম্যাট আলাদা। আগের সেই নতুন ক্রিকেটার এখন কিছুটা অভিজ্ঞ। সেই অভিজ্ঞতা দিয়েই পাল্লেকেলের ২২ গজে ভালো কিছুর খোঁজে থাকবেন রাহী।

কয়েক বছর ধরে মুমিনুল-তাইজুলদের নিয়ে টেস্টের একটা দীর্ঘমেয়াদি স্কোয়াড গঠনের চেষ্টা করছে বিসিবি। সেই দলে আছেন রাহীও। আপাতত সিলেটের এই পেসারের দৃষ্টিও টেস্ট ফরম্যাটেই।

মারদাঙ্গা কোনো বোলার নন। মোস্তাফিজের মতো জাদুকরী আবির্ভাবও হয়নি তার। রাহীর বড় অস্ত্র সুইং। লেন্থ বজায় রেখে বোলিংই সহজাত ধরন তার। ১০ টেস্টে শিকার ৩০ উইকেট।

লঙ্কানদের বিপক্ষে এবারই প্রথম টেস্ট খেলবেন। তাদের বিপক্ষে খেলা একমাত্র টি-টোয়েন্টির অভিজ্ঞতাও সুখকর ছিল না। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ৪ ওভার বোলিং করে ৪৫ রানের খরচায় ১ উইকেট নিতে পেরেছিলেন। বাংলাদেশ দলও হেরেছিল ৭৫ রানের বিশাল ব্যবধানে। এবার কি প্রিয় ফরম্যাটে ভিন্ন কিছু করতে পারবেন রাহী? #

Comments are closed, but trackbacks and pingbacks are open.