লকডাউনে বিয়ের আয়োজন করায় ৫০ হাজার টাকা জরিমানা

সুনামগঞ্জ প্রতিনিধি: দেশে করোনা ভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় দেশব্যাপী কঠোর বিধিনিষেধ জারি করেছে সরকার। এরমধ্যে সুনামগঞ্জ ছাতকে সরকারি বিধিনিষেধ অমান্য করে বিয়ের আয়োজন করায় কমিউনিটি সেন্টারের মালিককে জরিমানা গুনতে হয়েছে ৫০ হাজার টাকা।
আজ শুক্রবার (০২ জুলাই) দুপুরে উপজেলার সিংচাপইড় ইউনিয়নের সিরাজগঞ্জ বাজারের জহুরা কমিউনিটি সেন্টারের মালিক আব্দুস সালামকে ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপস শীল।
এসময় বর এবং কনের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের সময় থানা পুলিশ ও বিজিবির সদস্যরা উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর সুনামগঞ্জ প্রতিনিধি মো. হাবিব সরোয়ার আজাদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.