র‍্যাব-৫, রাজশাহীর অভিযানে হেরোইন সহ গ্রেফতার-০২

বিশেষ প্রতিনিধি: র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‍্যাব নিয়মিত মাদক, জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারীসহ অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় র‍্যাব- ৫ এর একটি অপারেশনিক চৌকস দল গতকাল শুক্রবার (২২ অক্টোবর) ২০২১ ইং তারিখ বিকেল ০৩ টা ৪০ ঘটিকায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন মহিশালবাড়ি বাজারস্থ এইচআইভি ও এইডস্ প্রতিরোধক স্বাস্থ্য সেবা পরামর্শ কেন্দ্রের সামনে ফাকা জায়গার উপরে অপারেশন পরিচালনা করা হয়। অপারেশন চলাকালীন সময় অবৈধ মাদকদ্রব্য হেরোইন উদ্ধার পূর্বক ০২ জন মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হন।
অভিযান চলাকালীন সময় গ্রেফতারকৃত মাদক কারবারিদের হেফাজত হতে যথাক্রমে, (১) ২৩০ গ্রাম হেরোইন, (২) ০২ টি মোবাইল ফোন, (৩) ৪ টি সীমকার্ড, (৪) ০১ টি মেমোরিকার্ড, (৫) নগদ ২৯১০/- (দুই হাজার নয়শত দশ) টাকা উদ্ধার করেন। গ্রেফতারকৃত আসামীরা হলো, ১। মোঃ রুবেল (২০), পিতা- মোঃ শহিদুল ইসলাম ও আইনের সহিত সংঘাতে জড়িত ব্যক্তি ২। মোঃ সিফাত আলী (১৪), পিতা- আঃ বারিক, উভয়ের সাং- দেয়ার মানিকচর, থানা- গোদাগাড়ী, জেলা- রাজশাহী।
ঘটনার বিবরণে প্রকাশ- সঠিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে স্কোয়াড কমান্ডার ফ্লাইট লেঃ মোঃ মারুফ হোসেন খান এর নেতৃত্বে র‍্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারেন যে, রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন মহিশালবাড়ি বাজারস্থ এইচআইভি ও এইডস্ প্রতিরোধক স্বাস্থ্য সেবা পরামর্শ কেন্দ্রের সামনে কতিপয় ব্যক্তি মাদক কারবারি মাদকদ্রব্য হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
উক্ত সংবাদটি প্রাপ্ত হওয়া মাত্রই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করিয়া অনুমতি সাপেক্ষে ইং ২২/১০/২০২১ খ্রিঃ ১৫.৪০ ঘটিকার সময় সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ঘটনাস্থল রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন মহিশালবাড়ি বাজারস্থ এইচআইভি ও এইডস্ প্রতিরোধক স্বাস্থ্য সেবা পরামর্শ কেন্দ্রের সামনে ফাকা জায়গায় পৌছামাত্রই র‍্যাবের উপস্থিতি টের পেয়ে ০২ জন ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ঘটনাস্থলেই তাদেরকে আটক করা হয়।
ঘটনাস্থলে বহু লোকজনের উপস্থিতিতে ধৃত আসামীদের দেহতল্লাশি কালে তাহার ডান হাতে থাকা লাল রংয়ের শপিং ব্যাগের ভিতর হইতে (ক) ০৩ টি স্বচ্ছ পলিপ্যাকে রক্ষিত হালকা বাদামী রংয়ের অবৈধ মাদকদ্রব্য হেরোইন (ধৃত আসামী ও  আইনের সহিত সংঘাতে জড়িত ব্যক্তিদ্বয়ের বর্ননা মতে) সাদৃশ্য পাউডার উল্লিখিত ০৩টি প্যাকেটের ওজন যথাক্রমেঃ (১০০+১০০+৩০) মোট = ২৩০ (দুইশত ত্রিশ) গ্রাম (যাহা টহল গাড়ীতে থাকা ডিজিটাল পরিমাপক যন্ত্র দ্বারা ওজনকৃত), যাহার মূল্য অনুমানিক (২৩০×১০০০০) = ২৩,০০,০০০/- (তেইশ লক্ষ) টাকা।
এ ঘটনায় গ্রেফতারকৃত মাদক কারবারি আসামীদ্বয়ের বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬ (১) সারণী ৮(গ)/৪১ ধারার মামলা রুজু করা হয়েছে।
উল্লেখ্য, চলমান বিরতিহীন অভিযানে উপরোক্ত আসামীদের কাছে থেকে অবৈধ মাদকদ্রব্য হেরোইন উদ্ধার তথা গ্রেফতারের বিষয়টি র‍্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্প কতৃক গতকাল শুক্রবার (২২ অক্টোবর) ২০২১ ইং তারিখ দিবাগত-রাত ১০ টা ৩৫ ঘটিকার দিকে ই-মেইল যোগে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিটিসি নিউজকে নিশ্চিত করা হয়।
ইতোমধ্যেই র‍্যাবের পক্ষ থেকে অপরাধীদের কঠোর হুশিয়ারী দিয়ে জানানো হয় যে, দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায়ের লক্ষ্যে অবৈধ অস্ত্র-মাদকদ্রব্য উদ্ধার থেকে শুরু করে সকল প্রকার অরাজকতার বিরুদ্ধে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের জিরো টলারেন্স ঘোষণার পাশাপাশি তাদের অভিযান গুলো চলমান রয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ প্রতিনিধি রুহুল আমীন খন্দকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.