র‍্যাব-৫, এর চলমান অভিযানে ২৫ কেজি গাঁজা-নগদ টাকা উদ্ধার, গ্রেফতার-০২ 

বিশেষ প্রতিনিধি: মাদক, সন্ত্রাস, অস্ত্র ও জঙ্গিবাদ নির্মূলে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন র‍্যাপিড এ্যাকশান ব্যাটলিয়ান (র‍্যাব)। এর’ই ধারাবাহিকতায় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-৫, রাজশাহী’র সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের অপারেশনিক দল গতকাল বুধবার (১৮ নভেম্বর) ২০২০ ইং তারিখ রাত্রি ৭ ঘটিকার দিকে চলমান মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার পূর্বক ০২ জন শীর্ষ মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হন।
অপারেশনটি, রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন বানেশ্বর বাজারস্থ জনৈক মোঃ আঃ রশিদ চেয়ারম্যান এর মার্কেটে অবস্থিত হামদার্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) দোকানের সামনে পূর্ব-পশ্চিমমূখী নাটোর হইতে রাজশাহীগামী মহাসড়কের উপর সন্ধা ৫টা ৪৫ ঘটিকা হইতে চেকপোষ্ট পরিচালনা করা হয়। চেকপোস্ট চলাকালীন সময় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ১। মোঃ মাসুদ রানা (২৩), পিতা- হাজী মোঃ মফিজুল ইসলাম, মাতা- মোসাঃ জয়নেবুন্নেছা, সাং- শিবরামপুর, ২। মোঃ মাহবুব (২৫), পিতা- মোঃ মুসা, মাতা- মোছাঃ ডালিম, সাং- বুড়িচং (বুড়িচং থানার পশ্চিম পাশের্ব), উভয়ের থানা- বুড়িচং, জেলা-কুমিল্লাদ্বয়কে মাদকদ্রব্য গাঁজা’সহ গ্রেফতার করা হয়।
অভিযানে গ্রেফতারকৃত মাদক ব্যাবসায়ীদের কাছে থেকে যথাক্রমে, (ক) ২৫ কেজি গাঁজা, (খ) ০৩ টি মোবাইল ফোন, (গ) ০৬ টি সীমকার্ড, (ঘ) ০১ টি মেমোরীকার্ড, (ঙ) নগদ ৪৫০০/- (চার হাজার পাঁচশত) টাকা, (চ) ০১ টি টিকিট, (ছ) ০১ টি বালিশ সেট জব্দ করা হয়। ধৃত আসামীদ্বয়ের রিরুদ্ধে রাজশাহী জেলার পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামীদ্বয় পরস্পর যোগসাজোসে অবৈধ মাদকদ্রব্য গাঁজাগুলো অবৈধভাবে কুমিল্লা হইতে বাসযোগে রাজশাহীতে বহন করে নিয়ে আসার সময় রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন বানেশ্বর বাজারস্থ জনৈক মোঃ আঃ রশিদ চেয়ারম্যান এর মার্কেটে অবস্থিত হামদার্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) দোকানের সামনে র‍্যাবের কাছে আটক হয়।
উপরোক্ত ঘটনায় র‌্যাবের সদস্যরা মাদক ব্যবসায়ীদের (আসামী) হাতেনাতে গ্রেফতারের পর তাদের প্রাথমিক জিজ্ঞাসা বাদ করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা তাদের অপরাধ স্বীকার করে উপস্থিত সাক্ষীদ্বয়ের সম্মুখে জবানবন্দি প্রদান করে।
উল্লেখ্য, চলমান অভিযানে উক্ত বিপুল পরিমাণ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার’সহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের বিষয়টি র‌্যাব-৫ এর রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্প থেকে গতকাল বুধবার (১৮ নভেম্বর) রাত্রি ১১টা ২৪ মিনিটের সময় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ই-মেইলে যোগে বিটিসি নিউজকে নিশ্চিত করা হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ প্রতিনিধি রুহুল আমীন খন্দকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.