র‍্যাব-৫, এর অভিযানে ৪০ কেজি গাঁজা সহ গ্রেফতার-৩

বিশেষ প্রতিনিধি: অদ্য শুক্রবার (১৬ জুলাই) ২০২১ ইং তারিখ বিকেল ৪ ঘটিকায় রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন পুঠিয়া বাজারস্থ এলাকায় একটি মাদক বিরোধী অপারেশন পরিচালনা করে, বিপুল পরিমাণ  মাদকদ্রব্য গাঁজা উদ্ধার পূর্বক তিন’জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
অপারেশন চলাকালীন সময় গ্রেফতারকৃত মাদক কারবারির কাছে থেকে যথাক্রমে, (ক) ৪০ কেজি গাঁজা, (খ) ০১টি প্রাইভেট কার, (গ) ০৩ টি ভ্রমন ব্যাগ, (ঘ) ০১ টি ড্রাইভিং লাইসেন্স, (ঙ) ০১ সেট গাড়ীর কাগজপত্র, (চ) ০৩ টি মোবাইল ফোন, (ছ) ০৪ টি সীমকার্ড, (জ) ০১ টি মেমোরিকার্ড, (ঝ) নগদ= ২,৮০০/- (দুই হাজার আটশত) টাকা উদ্ধার করতে সক্ষম হন।
অভিযানে গ্রেফতারকৃত মাদক কারবারি (আসামী) হলো, মোঃ আল আমিন (২১), পিতা- মোঃ মনির, মাতা- মোছাঃ নারগিস আক্তার, এ/পি সাং- কল্পবাস, থানা- বামনপাড়া, জেলা- কুমিল্লা, স্থায়ী ঠিকানা- সাং-দুলালপুর, থানা- বামনপাড়া, জেলা- কুমিল্লা, ২। মোঃ রাব্বি হাসান (২১), পিতা- মোঃ রাজন, মাতা- মোছাঃ নাসিমা বেগম, এ/পি সাং- দক্ষিণ সানারপাড়া (০২ নং গলি), থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়নগঞ্জ, স্থায়ী ঠিকানা- সাং- দরজারপাড়, থানা- টংগীবাড়ি, জেলা- মুন্সিগঞ্জ, ৩। (ড্রাইভার) মোঃ আব্দুস সবুর আলী (৪১), পিতা- মৃতঃ আজিজার রহমান, সাং- বাগমার (গগনপুর), থানা-পত্নীতলা, জেলা-নওগঁাগনকে গ্রেফতার করেন।
ঘটনার বিবরণে প্রকাশ-গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশনিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে,  কতিপয় মাদক ব্যবসায়ী ০১টি সিলভার রংয়ের প্রাইভেট কারে মাদকদ্রব্য’সহ নাটোর হইতে রাজশাহী অভিমুখে আসিতেছে।
র‍্যাব-৫ এর ভাষ্যমতে উক্ত বিষয়ে সংবাদ প্রাপ্ত হইয়া ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করিয়া সঙ্গীয় অফিসার ফোর্সসহ রাত্রী- ২টা ৫০ ঘটিাকায় রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন পুঠিয়া বাজারস্থ থানা মোড় সংলগ্ন পুঠিয়া জামে মসজিদের সামনে নাটোর টু রাজশাহীগামী মহাসড়কের উপর চেকপোষ্ট পরিচালনা করেন। পরে রাত ০৪ ঘটিকায় উক্ত ঘটনাস্থলে প্রাইভেট কার থামানো মাত্রই ০৩ (তিন) জন ব্যক্তি প্রাইভেট কারের দরজা খুলে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় উল্লিখিত প্রাইভেট কার’সহ তাহাদেরকে ঘটনাস্থলেই আটক করা হয়।
উপরোক্ত ঘটনায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬(১) ১৯(গ)/৩৮/৪১ ধারার  মামলা রুজু করা হয়েছে।
উল্লেখ্য, এই চলমান বিরতিহীন অভিযানে উপরোক্ত মাদকদ্রব্য উদ্ধার ও কারবারিকে আটকের বিষয়টি র‍্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্প কতৃক আজ শুক্রবার (১৬ জুলাই) ২০২১ ইং তারিখ বিকেল ৫টা ৪০ মিনিটে ৩টা ৪০ মিনিটের দিকে ই-মেইল যোগে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিটিসি নিউজকে নিশ্চিত করেন। র‍্যাবের পক্ষ থেকে ইতোমধ্যে জানানো হয়েছে অবৈধ অস্ত্র উদ্ধার থেকে শুরু করে দেশের শান্তি শৃঙ্খলা বজায়ের লক্ষ্যে সকল প্রকার অরাজকতার বিরুদ্ধে তাদের অভিযান চলমান রয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ প্রতিনিধি রুহুল আমীন খন্দকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.