র‍্যাব-৫, এর অভিযানে মানব পাঁচার চক্রের ০৭ নারী সদস্য’সহ গ্রেফতার- ১৬

বিশেষ প্রতিনিধি: র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‍্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্রধারী অপরাধী, পর্নোগ্রাফি, ভেজাল পণ্য, ছিনতাইকারী, মাদকসেবীসহ মানব পাঁচারকারীর বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।
এর’ই ধারাবাহিকতায় সিপিসি-২, নাটোর ক্যাম্প, র‍্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল গতকাল (১৬ সেপ্টেম্বর) ২০২১ ইং তারিখ দিবাগত-রাত ১০টা ০৫ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন সাহেববাজারস্থ স্বর্ণকারপট্টিতে “হোটেল ওয়েলকাম” আবাসিক হোটেলে একটি অভিযান পরিচালনা করে, উক্ত হোটেলের ৩য় তলা হতে (ক) নিরাপদ কনডম- ৮০ পিস, (খ) জেল- ০৪ পিস, (গ) নারিকেল তেল- ০৪ বোতল, (ঘ) ভিজিটিং কার্ড- ১০০ টি, (ঙ) মোবাইল- ২১, (চ) নগদ= ১,০৯০২০/- (এক লক্ষ নয় হাজার বিশ) টাকাসহ মানব পাচারকারী চক্রের ১৬ সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হন।
গ্রেফতারকৃত মানব পাচারচক্রের সদস্যরা হলো, ১। মোঃ আমিনুল (৩৮), পিতা- মোঃ আবেদ সরকার, সাং- রামচন্দনপুর, ২। মোঃ আসাদ আলী সুজন, পিতা- মোঃ নওশাদ আলি, ৩। মোঃ সাধীন (২৮), পিতা- মৃত বাবলুর রহমান, উভয় সাং- দর্গাপারা, ৪। মোঃ গোলাম রব্বানী বাপ্পি (৩৫), সাং- মৃত মাজদার রহমান, সাং- হোসনিগঞ্জ, সর্ব থানা- বোয়ালিয়া, জেলা- রাজশাহী, ৫। শ্রী সুজন (৩২), পিতামৃত শিশিন চন্দ্র দাস, সাং- নিজবাড়ী, থানা- সৈয়দপুর, জেলা- নীলফামারী, ৬। মোঃ শহিদুল (২২), পিতা- মোঃ তমসের আলী, সাং- পাচু বাড়ী, থানা- দুর্গাপুর, জেলা- রাজশাহী, ৭। মোঃ মোকলেছুর রহমান (৪৮), পিতা- মোঃ একরাম, সাং- ছত্রগাছা, ৮। মোঃ নসিব আলী (২৫), পিতা- মৃত সাহাদ আলী, সাংনারায়নপুর, উভয় থানা- বেলপুকুর, জেলা- রাজশাহী, ৯। মোঃ শাহিন (৩৩), পিতা- মৃত রমজান আলী আজিজুর, সাং- হাদির মোড়, থানা- বোয়ালিয়া, জেলা- রাজশাহী সহ আরো ০৭ জন নারী সদস্য’কে আটক করা হয়। উপরোক্ত ঘটনায় রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানায় দেশের প্রচলিত আইনে মামলা রুজু করা হয়েছে।
উল্লেখ্য, চলমান অভিযানে মানব পাঁচার চক্রের ০৭ নারী সদস্য’সহ ১৬ জনকে গ্রেফতার গ্রেফতারের বিষয়টি সিপিসি-২, নাটোর ক্যাম্প, র‍্যাব- ৫, রাজশাহী কতৃক আজ শুক্রবার (১৭ সেপ্টেম্বর) ২০২১ ই-মেইল যোগে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিটিসি নিউজকে নিশ্চিত করা হয়েছে। ইতোমধ্যেই র‍্যাবের পক্ষ থেকে অপরাধীদের কঠোর হুশিয়ারী দিয়ে জানানো হয় যে, দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায়ের লক্ষ্যে অবৈধ অস্ত্র-মাদকদ্রব্য উদ্ধার থেকে শুরু করে সকল প্রকার অরাজকতার বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণার পাশাপাশি তাদের অভিযান চলমান রয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ প্রতিনিধি রুহুল আমীন খন্দকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.