র‍্যাব-৫ এর অভিযানে ট্রাকসহ বিপুল পরিমান গাঁজা উদ্ধার ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার 

বিশেষ প্রতিনিধি: ধারাবাহিক আপোষহীন নেতৃত্বে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশনিক দল আজ বৃহস্পতিবার (১৩ আগষ্ট) ২০২০ ইং তারিখ বিকেল ৫ ঘটিকায় চেকপোস্ট এর মাধ্যমে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। অপারেশনটি রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন পুঠিয়া কেন্দ্রীয় জামে মসজিদের পাশে পরিচালনা করে বিপুল পরিমান গাঁজা ও অন্যান্য  দ্রব্যাদিসহ ০৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হন।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো, ১। মোঃ ওবায়দুর (৩০), পিতা- মৃত সাইদুর রহমান, সাং- রানীহাটি, থানা- চাঁপাইনবাবগঞ্জ, ২। মোঃ জসিম উদ্দিন (১৮), পিতা- মোঃ তাহের ইসলাম, ৩। মোঃ রেজভি আলম, (১৬), পিতা- সুজাল উদ্দিন, উভয়ের সাং- পুঘুরিয়া, থানা- শিবগঞ্জ, সর্বজেলা- চাঁপাইনবাবগঞ্জ। অভিযান চলাকালীন মাদক ব্যাবসায়ীদের কাছে থেকে যথাক্রমে, (ক) ৩৯ কেজি ৮০০ গ্রাম গাঁজা, (খ) ০১ টি ট্রাক, (গ) ০৩ টি মোবাইল ফোন, (ঘ) ০৬ টি সীমকার্ড, (ঙ) ০১ টি মেমোরীকার্ড, (চ) ০১ সেট যানবাহন নথি জব্দসহ উদ্ধার করা হয়।
উক্ত আসামীদ্বয়ের বিরুদ্ধে রাজশাহী জেলার পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। মাদক ব্যবসায়ীগণ কুমিল্লা জেলা হইতে গাঁজাগুলো ক্রয় করে আনিয়া রাজশাহী জেলার গোদাগাড়ীর দিকে যাইতেছিল। পথিমধ্যে র‍্যাব-৫ এর একটি আভিযানিক চৌকস দল রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন কেন্দ্রীয় জামে মসজিদের পাশে চেকপোষ্ট পরিচালনা করে আসামীদের ধৃত করতে সক্ষম হন।
উল্লেখ্য, মাদক বিরোধী অভিযানটি পরিচালনা করে অবৈধ মাদকদ্রব্য ও অন্যান্য দ্রব্যাদি উদ্ধারসহ গ্রেফতারের বিষয়টি বৃহস্পতিবার (১৩ আগস্ট) ২০২০ ইং র‍্যাব-৫ রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্প থেকে রাত্রি ০৮ টা ৩৭ মিনিটে ই-মেইলের মাধ্যমে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিটিসি নিউজকে নিশ্চিত করা হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ প্রতিনিধি রুহুল আমীন খন্দকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.