র‍্যাবের অভিযানে হত্যা মামলা ও সাজাপ্রাপ্ত পলাতক আসামী’সহ গ্রেফতার-০২

বিশেষ প্রতিনিধি: র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃখলা পরিস্থিকে সমুনত রাখার লক্ষ্য সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‍্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্রধারী অপরাধী, পর্নোগ্রাফি, ভেজাল পণ্য, ছিনতাইকারী, মাদকসবী, মানব পাচারকারী’সহ ধর্ষণ ও হত্যা মামলার আসামীদের বিরুদ্ধে অভিযান চালিয় আসছে।
এরই ধারাবাহিকতায় সিপিসি-২, নাটোর ক্যাম্প, র‍্যাব-৫, রাজশাহীর একটি অপারশনিক দল শনিবার দিবাগত-রাত অর্থাৎ অদ্য রবিবার (২১ নভেম্বর) ২০২১ ইং তারিখ রাত্রি ১২টা ১৫ ঘটিকায় গোয়েন্দা তথ্যরে ভিত্তিত্বে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন আলুপট্টি মোড় সংলগ্ন এলাকায় একটি অভিযান পরিচালনা করে রাজশাহী জেলার চারঘাট মডেল থানার মামলা নং- ১৩, তারিখ- ১১/০৯/২০২১, ধারা-৩০২/৩৪ প্যানাল কার্ড ও জিআর-২৩৯/২১ (চারঘাট) এর এজাহার নামীয় হত্যা মামলার পলাতক আসামী মোঃ আঃ হালিম (২৯), পিতা- মোঃ আঃ হামিদ, সাং- টাংগন, থানা- চারঘাট, জেলা- রাজশাহীকে, রাজশাহী মহানগরীর বায়ালিয়া থানাধীন আলুপট্টি মোড় সংলগ ১৮ তলা ভবনের পাকা রাস্তার সামনে হতে গ্রেফতার করা হয়।
অপরদিকে, আরও একটি অভিযান চালিয়ে একই তারিখ রাত্রি ০২টা ৩০ ঘটিকায় রাজশাহী জেলার চারঘাট থানাধীন টাংগন এলাকা হতে মতিহার থানার মামলা নং- ০৭, তারিখ- ০৪ ম ২০১৭, ধারা- ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯(১) এর ৯(ক) সংক্রান্ত ০১ (এক) বছরের সাজাপ্রাপ্ত আসামী মোঃ জসিম উদ্দিন (২৭), পিতা- মোঃ আজিজুল ইসলাম, সাং- টাংগন পূর্বপাড়া, থানা- চারঘাট, জেলা- রাজশাহীকে আটক করতে সক্ষম হন র‍্যাবের চৌকস দলটি।
উল্লেখ্য যে, আসামী ১। মো আঃ হালিম (২৯) সহ আরো ৮/১০ জন আসামী ভারতীয় তৈরী অবৈধ ফেন্সিডিল কেনা-বেচাকে কেদ্র করে বিরোধের জেরে গত ০৮/০৯/২০২১ হইতে ১০/০৯/২০২১ ইং তারিখের মধ্যে রাজশাহী জেলার চারঘাট থানাধীন ইউসুফপুর গ্রামের শাহ আলী (১৮) কে পরিকল্পিত ভাব হত্যা করে কচুক্ষেতের মধ্যে জমে থাকা পানিতে সেই লাশ লুকিয়ে রাখে।
অপর আসামী ২। মোঃ জসিম উদ্দিন (২৭) মতিহার থানার মামলা নং- ০৭, তারিখ- ০৪ ম ২০১৭, ধারা- ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯(১) এর ৯(ক), এই মামলায় বিজ্ঞ আদালত কর্তৃক ০১ (এক) বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী। এছাড়াও উক্ত আসামী নাটোর সদর থানার মামলা নং- ০৬, তারিখ- ২৪ অক্টোবর, ২০১৪, ধারা- ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯(১)/ ১৯(১) এর ৩(ক)/১৯(৪) এর ওয়ারেন্টভুক্ত দীর্ঘদিনের পলাতক আসামী। গ্রেফতার পরবর্তী সময়ে আসামীদ্বয়কে রাজশাহী জেলার চারঘাট মডেল থানায় হস্তান্তর করেন র‍্যাব।
উল্লেখ্য, উপরোক্ত ঘটনায় র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর বিরতিহীন চলমান অভিযানে মাদকদ্রব্য গাঁজা উদ্ধার তথা আসামীকে গ্রেফতারের বিষয়টি সিপিসি-২ নাটোর, র‍্যাব-৫, কতৃক আজ রবিবার (২১ নভেম্বর) ২০২১ ইং তারিখ দুপুর ১২টা ১১ ঘটিকায় ই-মেইল যোগে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিটিসি নিউজকে নিশ্চিত করা হয়।
ইতোমধ্যেই র‍্যাবের পক্ষ থেকে অপরাধীদের কঠোর হুশিয়ারী দিয়ে জানানো হয় যে, দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায়ের লক্ষ্যে অবৈধ অস্ত্র-মাদকদ্রব্য উদ্ধার থেকে শুরু করে সকল প্রকার অরাজকতাকে রুখে দিতে র‍্যাব বদ্ধপরিকর। এ ছাড়াও র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের জিরো টলারেন্স ঘোষণার পাশাপাশি অপরাধীদের বিরুদ্ধে তাদের অভিযান গুলো চলমান রয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ প্রতিনিধি রুহুল আমীন খন্দকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.