র‌্যাব-৫, রাজশাহী কর্তৃক গাঁজা ও মদসহ মাদক ব্যবসায় আটক-২

নিজস্ব প্রতিবেদক: র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প গতকাল শুক্রবার দিনগত রাতে শিবগঞ্জ থানার হটাৎপাড়া গ্রাম মাদক বিরোধী অভিযান চালিয়ে গাঁজা-০৬ কেজি ২০০ গ্রাম, মোবাইল সেট-০১টি, সীমকার্ড-০১টি, মেমোরী কার্ড-০১টি ও নগদ-১ হাজার টাকাসহ হাদীনগর কামারটোলা গ্রামের মোঃ এরফান আলীর ছেলে মাদক ব্যবসায়ী মোঃ তহুরুল ইসলাম (৩৬) আটক করেছে।
এছাড়াও আজ শনিবার সকালে আমনুরা বাজারের মালপুকুর গাইডহরা গ্রামে অন্য এক অভিযানে ১,০২.৮০০ লিটার দেশীয় চোলাইমদ, ০১টি ব্যাটারী চালিত রিক্সা, মোবাইল সেট-০১টি, সিম কার্ড-০১টি, মেমোরী কার্ড-০১টিসহ প্রান্তিক পাড়ার মৃত আসাদুল মিয়ার ছেলে শীর্ষ মাদক ব্যবসায়ী মোঃ সুরাত আলী (২৪) কে আটক করেছে।
আটককৃতদের বিরুদ্ধে শিবগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে বলে র‌্যাব-৫ রাজশাহীর একটি সুত্র জানায়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান সালাম (বাবুল) রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.