র‌্যাব-৫, রাজশাহী কর্তৃক ওয়ান শুটার গান ও গুলিসহ আটক-২ জন

নিজস্ব প্রতিবেদক: র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প গতকাল শুক্রবার দিনগত রাতে রাজশাহী জেলার গোদাগাড়ী থানার হাতনাবাদ এলাকায় অভিযান চালিয়ে আলালপুর গ্রামের মৃত খাবেদ আলীর ছেলে মোঃ ফারুক হোসেন (৪০) ও একুই গ্রামের মৃত নিয়াজ উদ্দিনের ছেলে মোঃ আব্দুল করিম (৫০) কে ওয়ান শুটার গান-০২টি, গুলি-০২ রাউন্ড, মোবাইল সেট-০৩টি সীমকার্ড-০৬টি ও মেমোরী কার্ড-০১টিসহ আটক করেছে।

আটককৃতদের বিরুদ্ধে রাজশাহীর গোদাগাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে বলে র‌্যাব কর্তৃপক্ষ জানায়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান সালাম (বাবুল) রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.