র‌্যাব-৫, রাজশাহীর মাদক বিরোধী অভিযানে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত, বিদেশী পিস্তল উদ্ধর

নিজস্ব প্রতিবেদক: গোপন তথ্যের উপর ভিত্তি করে র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্প আজ বুধবার রাত আড়াইটার দিকে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার দুঘরা গ্রামস্থ রতনপুর মোড়ের বাজারমূখী সুইচ গেইটের পূর্ব পার্শ্বের মাদক বিরোধী অভিযান চালায়।

র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অস্ত্রধারী মাদক ব্যবসায়ীরা র‌্যাব সদস্যদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলিবর্ষণ করতে থাকে। র‌্যাব সদস্যরা আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। প্রায় ১০-১৫ মিনিট গুলি বিনিময়ের পর স্থানীয় জনগণের সহযোগিতায় ঘটনাস্থলে তল্লাশী করে ১ (এক) জন অজ্ঞাতনামা অস্ত্রধারী মাদক ব্যবসায়ীকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। গুলি বিনিময়ের সময় দুইজন র‌্যাব সদস্যও আহত হয়।

আহত ব্যক্তিকে ও র‌্যাব সদস্যদের তাৎক্ষনিক পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আহত অস্ত্রধারী মাদক ব্যবসায়ীকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে ৭.৬৫ মিঃ মিঃ বিদেশী পিস্তল ২টি, ওয়ান শুটারগান-১টি, তাজা গুলি-৮ রাউন্ড, ম্যাগজিন ২টি, ফেন্সিডিল-৫০২ বোতল, ইয়াবা ট্যাবলেট-১২০০ পিস উদ্ধার করে।

খবর নিয়ে র‌্যাব জানাতে পারে যে, মৃত ব্যক্তি মোঃ রবিউল ইসলাম মিন্টু (৩৫)। সে পাঁচবিবি থানার উত্তর গোপালপুর গ্রামের মোঃ আব্দুল জলিল মন্ডলের ছেলে । মৃত্যু ব্যাক্তির নামে বিভিন্ন থানায় পুলিশ ও বিজিবি এসল্ট, অপহরণ ও মাদকসহ সর্বমোট ১৯টি মামলা রয়েছে বলে র‌্যাব-৫ এর কর্তৃপক্ষ জানান।

উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান ই-সালাম বাবুল। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.