র‌্যাব-৫ এর রাজশাহীর মাদক বিরোধী অভিযান হেরোইনসহ আটক-৩

নিজস্ব প্রতিবেদক: নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্প গতকাল মঙ্গলবার দিনগত রাতে নগরীর শাহমখদুম থানার সিটিহাট এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে মোঃ রকিবুল ইসলাম (৪০), পিতা-মৃত আব্দুল খালেক মোল্লা, সাং-দক্ষিণ রাঘবপুর, মোঃ রিকাত জোয়াদ্দার (৩৬), পিতা-মোঃ ছহির উদ্দিন জোয়াদ্দার, সাং-আরিফপুর, উভয় থানা-পাবনা সদর, জেলা-পাবনা ও ড্রাইভার মোঃ সোহেল রানা (২৫), পিতা-মোঃ নজরুল ইসলাম নজর, সাং-বীরভদ্র বালাটারী, থানা-মাহিগঞ্জ, মহানগর রংপুরগণদেরকে ৫২০ গ্রাম হেরোইন , ৩ টি মোবাইল ফোন ,৪ টি সীমকার্ড , ১ টি প্রাইভেটকার ও নগদ ৭০০০/- টাকাসহ আটক করেছে।

আটককৃতদের বিরুদ্ধে রাজশাহী মহানগর শাহমখদুম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, র‌্যাব -৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও কোম্পানী অধিনায়ক এটিএম মাইনুল ইসলাম।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান সালাম বাবুল। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.