র‌্যাব-৫ অভিযানে রাজশাহীতে ৭৬০পিচ ইয়াবাসহ নারী আটক

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে ৭৬০ পিস ইয়াবাসহ শিরিন আক্তার (২০) নামে এক তরুণীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫)। গতকাল বিকেলে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব-৫।
এর আগে দুপুরে মহানগরের কাশিয়াডাংগা সড়কে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়। শিরিন নওগাঁ জেলার মান্দা থানার ফেরিঘাট এলাকার বাসিন্দা।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে র‌্যাব-৫ সদস্যরা মহানগরের কাশিয়াডাংগা সড়কে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি শুরু করে।
এসময় চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী গামী একটি বাস থেকে সন্দেহভাজন শিরিনকে নামানো হয়। পরে তার কাছ থেকে ৭৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় তার বিরুদ্ধে কাশিয়াডাংগা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলছে বলে ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.