র‌্যাবের হাতে চাঁপাইনবাবগঞ্জের ২৪ জনসহ ৬০ জনকে বিভিন্ন মেয়াদে সাজা

 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: র‌্যাবের চলমান মাদক বিরোধী অভিযানে মাদকদ্রব্যসহ চাঁপাইনবাবগঞ্জের ২৪ জনসহ ৬০ মাদকসেবী ও ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৫ এর সদস্যরা। মঙ্গলবার দিনব্যাপী ৩ জেলায় অভিযান চালিয়ে তাদের আটক করে। পরে আটকৃকতদের বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক।

বুধবার বিকেলে র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, র‌্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল মঙ্গলবার দিনব্যাপী চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার বিভিন্ন মাদক স্পটে অভিযান চালিয়ে ৯৫০ গ্রাম গাঁজা, ৫টি কলকি ও ২৩ টি দিয়াশলাইসহ ২৪ জন মাদকসেবীকে আটক করে। পরে ১৪ মাদকসেবী’কে বিভিন্ন মেয়াদে জেল ও ১০ মাদকসেবী’কে ৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক।

এছাড়া একই দিন মোল্লাপাড়া ক্যাম্পের একটি আভিযানিক দল রাজশাহী জেলার চারঘাট উপজেলার হলিছাগাছি রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে ৪৯০ গ্রাম গাঁজা, ১৩ টি কলকী ও ৯ টি দিয়াশলাই সহ ৩২ মাদকসেবীকে করে। পরবর্তীতে ভ্রাম্যমান আদালতের বিচারক আটককৃতদের প্রত্যেককে ৬ মাস করে কারাদন্ড প্রদান করেন। এদিকে, নাটোর ক্যাম্পের একটি আভিযানিক দল মঙ্গলবার দিনব্যাপী নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার কালাকান্দি এলাকায় অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজাসহ ৭ জন মাদকসেবীকে আটক করে। পরবর্তীতে ৩ মাস করে কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত।

অপরদিকে, জয়পুরহাট ক্যাম্পের একটি আভিযানিক জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার আটাপাড়া (উত্তর গোপালপুর) এলাকায় অভিযান চালিয়ে ৬৫০ গ্রাম গাঁজা, ৭ টি কলকী ও ৫ টি দিয়াশলাইসহ ৭ মাদকসেবীকে আটক করে। পরে তাদের ৬ মাস করে কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের বিচারক।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.