র‌্যাবের অভিযানে চাঁপাইনবাবগঞ্জে ৪৭০০ পিস ইয়াবাসহ আটক-১


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৫ এর রাজশাহীর সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা।

বিপুল পরিমান ইয়াবা পাচারের গোপন সংবাদে গতকাল সোমবার রাত ১১ টার দিকে এই অভিযান চালানো হয় শিবগঞ্জের মুসলীমপুর বাজার থেকে শান্তিমোড় বাজারগামী নলডুবি হঠাৎপাড়া এলাকায়।

এসময় আটক করা হয় শিবগঞ্জ উপজেলার খাসেরহাট ইউনিয়নের কালীগঞ্জ ইসমাইল বিশ্বাসটোলা এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে মো. জেনারুল ইসলাম (২০) কে।

আজ মঙ্গলবার সকালে র‌্যাবের এক প্রেসনোটে বিষয়টি বিটিসি নিউজকে নিশ্চিত করে জানানো হয়, গতকাল সোমবার রাত ১১টার দিকে শিবগঞ্জের মুসলীমপুর বাজার থেকে শান্তিমোড় বাজারগামী নলডুবি হঠাৎ পাড়া থেকে মাদক ব্যবসায়ী জেনারুলকে ৪ হাজার ৭০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে আটক করা হয়।

জেনারুলের কাছ থেকে নগদ ২ হাজার ৫০০ টাকাও জব্দ করা হয়। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরেই জেনারুল বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা দায়ের হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.