র‌্যাবের অভিযানে চাঁপাইনবাবগঞ্জে ১৪ মাদকসেবীর বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা

 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চলমান মাদকবিরোধী অভিযানে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৪ মাদকসেবীকে মাদকদ্রব্যসহ আটক এবং বিভিন্ন মেয়াদে সাজা ও জমিমানা করেছেন র‌্যাবের ভ্রাম্যমান আদালত।

শুক্রবার সন্ধ্যায় র‌্যাবের পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল কোম্পানী কমান্ডার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলামের যৌথ নেতৃত্বে বৃহষ্পতিবার দিনব্যাপি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার এলাকার বিভিন্ন মাদক স্পটে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে প্রকাশ্যে মাদক সেবন করার অপরাধে ১৪ মাদকসেবীকে বিভিন্ন মাদকদ্রব্যসহ হাতেনাতে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদন্ড প্রদান করে ভ্রাম্যমান আদালত। সাজাপ্রাপ্ত মাদকসেবীরা হচ্ছে, সদর উপজেলার মহারাজপুর ঘোড়াস্ট্যান্ড পন্ডিতপাড়ার মোঃ আদেশ উদ্দিনের ছেলে মোঃ আঃ হক (৩০), চাঁন্দলাই জোড়বাগানের মোঃ শাহালালের ছেলে মোঃ পিন্টু (২৪) ও মোঃ মিন্টু (২২), বারঘরিয়া নতুন বাজারের মৃত শ্রী অনীল এর ছেলে শ্রী ষষ্ঠী (২৫), লক্ষীপুরের মোঃ রফিকুল ইসলামের ছেলে মোঃ রিপন আলী (২০), মোঃ আব্বাস আলীর ছেলে মোঃ তুহিন আলী (১৯), লক্ষীপুর জমাদারপাড়ার আবু বক্কর এর ছেলে মোঃ রুবেল (১৮), দরগাহপাড়ার মৃত সেরা প্রামানিকের ছেলে মোঃ ইউসুফ আলীা (৩৮), বালুবাগানের মৃত শমসের পদ্দার (ভিখু)র ছেলে মোঃ ইব্রাহীম (৩৭), মসজিদপাড়ার মৃত রাজার ছেলে মোঃ সেলিম হোসেন (২৮), মোঃ রফিকুল ইসলাম (ফুলু)’র ছেলে মোঃ হেলাল উদ্দিন (৩৩), মোঃ জাহাঙ্গীর আলমের ছেলে মোঃ নুরুজ্জামান (২৮) ও বারঘরিয়া নতুন বাজারের মৃত জনার্ধন পালের ছেলে শ্রী রাজ কুমার পাল (৪৭)। এর মধ্যে এব মাদকসেবীকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.