চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চলমান র্যাবের মাদক বিরোধী অভিযানে চাঁপাইনবাবগঞ্জসহ বিভিন্ন এলাকা থেকে মাদকদ্রব্যসহ ৩৬জনকে আটক করেছে র্যাব। শনিবার ও রবিবাবের অভিযানে চাঁপাইনবাবগঞ্জের ২২জন ও মোল্লাপাড়া র্যাব ক্যাম্পের অভিযান ১৪ মাদকসেবী আটক করে। পরে র্যাবের ভ্রাম্যমান আদালতের বিচারক আটককৃত মাদকসেবীদের বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা করেন।
সোমবার সকালে র্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, র্যাবের বিশেষ মাদক বিরোধী অভিযানে ৩০৮ গ্রাম গাঁজা ও ১০১ লিটার দেশীয় তৈরী চোলাইমদ উদ্ধার করে। আটক ৩৬ মাদকসেবীর মধ্যে ১৯ জন মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও ১৭ জন মাদকসেবীকে ৫৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।
এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন মাদকস্পট থেকে ১০ লিটার দেশীয় তৈরী চোলাইলমদ ও ৩০০ গ্রাম গাঁজাসহ ২২ মাদকসেবীকে আটক করে। এর মধ্যে ৭ জন মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও ১৫ জন মাদকসেবীকে ৩ হাজার টাকা করে ৪৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।
অন্যদিকে, মোল্লাপাড়া ক্যাম্পের র্যাব সদস্যদের অভিযানে রাজশাহী জেলার কাশিয়াডাঙ্গা উপজেলার গুড়িপাড়া এলাকার মাদক স্পট থেকে ১৪ জন মাদকসেবীকে আটক করে। পরে ১২ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও ২ মাদকসেবীকে ৫ হাজার করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।#
Comments are closed, but trackbacks and pingbacks are open.