র‌্যাব-৫, রাজশাহী কর্তৃক হেরোইনসহ আটক-১

নিজস্ব প্রতিবেদক: গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্প শুক্রবার (১৭ জুন) দিনগত রাতে রাজশাহী জেলার গোদাগাড়ী থানার আদারপাড়া গ্রাম এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৭০ গ্রাম হেরোইন ১টি মোবাইল ফোন ১টি সীমকার্ড ও ১টি মেমোরিকাডসহ গোদাগাড়ী থানার কুড়োলবাড়িয়ার মোঃ হাসিবুল ইসলামের ছেলে মোঃ শাহীন আলম বেলাল (৩১)- কে আটক করেছে।
আটককৃত আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দাযের প্রক্রিয়াধিন আছে বলে র‌্যাব-৫ রাজশাহীর কোম্পানী কমান্ডার ও এ এস পি সুন্দর সরকার জানান।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান সালাম (বাবুল) রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.