র‍্যাব-৫ রাজশাহীর অভিযানে ৮৫ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার-০২ 

বিশেষ প্রতিনিধি: র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
র‌্যাব তাদের নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, মাদক কারবারি, ভেজাল পণ্য, ছিনতাইকারীসহ বিভিন্ন মামলায় পলাতক আসামীদের বিরুদ্ধে সফলভাবে সুনামের সহিত অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায়, গতকাল সোমবার ০৬ মার্চ, ২০২৩ ইং অভিযান চালায় র‍্যাব-৫ রাজশাহীর ১-টি চৌকস অভিযানিক দল। ওই সময় ৮৫ বোতল ফেন্সিডিল উদ্ধার পূর্বক ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করতে সক্ষম হন। আজ মঙ্গলবার ০৭ মার্চ ২০২৩ ইং র‍্যাব-৫ কতৃক এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি এই গণমাধ্যম কর্মীকে নিশ্চিত করা হয়েছে।
নিম্নে, প্রেস বিজ্ঞপ্তিটি হুবহু তুলে ধরা হলো:
১। আপনারা অবগত আছেন যে, র‌্যাব এর নিয়মিত অভিযানের অংশ হিসেবে র‌্যাব-৫ বিভিন্ন সময় এজাহার নামীয় আসামী ও তদন্তেপ্রাপ্ত, সাজাপ্রাপ্ত, গুরুত্বপূর্ন মামলার আসামীর বিরুদ্ধে অভিযান পরিচালনা সহ মূল প্রতারক ও সহযোগী আসামী গ্রেফতার করে থাকে।
এরই ধারাবাহিকতায় RAB-০৫, এর সদর কোম্পানির আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, শাহমখদুম থানাস্থ বড়বনগ্রাম বাগানপাড়া দিয়ে মোটরসাইকেল এ করে ফেন্সিডিল বহন করে নিয়ে যাওয়া হবে। উক্ত সংবাদের ভিত্তিতে উক্ত অভিযানিক দল শাহমখদুম থানার বড়বনগ্রাম বাগানবাপাড়ায় চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি শুরু করে।
চেকপোস্টে তল্লাশি করাকালীন অদ্য ০৬/০৩/২৩ ইং দুপুর ১৩.৩০ ঘটিকায় উক্ত স্থানে ১টি নীল রংয়ের Apache মোটরসাইকেল থামিয়ে তল্লাশি কালে মোটরসাইকেলটির পিছনে প্লাস্টিকের ব্যাগে ৮৫ (পঁচাশি) বোতল ফেন্সিডিল পাওয়া যায়।
উক্ত মোটরসাইকেল চালক আসমাী ১। কলম (২৮) পিতা- নুর ইসলাম, সাং- ধানিয়ালগাছি, থানা- শিবগঞ্জ, জেলা- চাঁপাইনবাবগঞ্জ, ও আরোহী আসামী ২। শাহেনশাহ সম্রাট (২৬) পিতা- মোঃ জিল্লুর রহমান, সাং- বড়বনগ্রাম বাড়ালিপাড়া, থানা- শাহমখদুম, জেলা- রাজশাহী মহানগরদ্বয়কে আটক করা হয়। ।
২। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত আসামীদ্বয় প্রাপ্ত ফেন্সিডিল বিক্রয়ের জন্য বহন করে নিয়ে যাচ্ছিলো মর্মে স্বীকার করে।
৩। উক্ত আসামীদের বিরুদ্ধে শাহমখদুম থানায় মামলা রুজু করা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ প্রতিনিধি রুহুল আমীন খন্দকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.