র‍্যাব-৫ এর অভিযানে মাইক্রোবাস-গাঁজা সহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বিশেষ প্রতিনিধি: র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‍্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারীসহ মাদকের বিরুদ্ধে বিরতিহীন ভাবে অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় সিপিসি-২, নাটোর ক্যাম্প, র‍্যাব-৫, রাজশাহীর একটি অপারেশনিক দল অদ্য রবিবার (২৭ মার্চ) ২০২২ ইং তারিখ সকাল ০৬-টা ৩০ ঘটিকায় বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিরাজগঞ্জ জেলার সলংগা থানাধীন নলকা ব্রীজ সংলগ্ন পাকা রাস্তার উপর যানবাহনে চেকপোষ্ট পরিচালনা কালে কোম্পানী কমান্ডার অতিঃ পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন ও কোম্পানী উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়।
অপারেশন চলাকালীন সময় মাদকদ্রব্য পরিবহন কালে মাইক্রোবাস’সহ ১৬ কেজি গাঁজা উদ্ধার পূর্বক ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হন র‍্যাবের একটি চৌকস দল। ওই সময় গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হতে যথাক্রমে, (ক) জব্দকৃত মাইক্রোবাসের ভিতর থেকে
শুকনো গাঁজা ১৬ কেজি (যার অনুমানিক মূল্য- ৪,৮০,০০০/- (চার লক্ষ আশি হাজার) টাকা), (খ) NOHA মাইক্রোবাস- ০১ টি, (গ) ক্যারিং ব্যাগ- ০২ টি, (ঘ) মোবাইল ফোন – ০২ টি (ঙ) সিমকার্ড- ০৩ টি, (চ) মোমেরী কার্ড- ০২ টি জব্দ মূলে উদ্ধার করা হয়।
অভিযানে গ্রেফতারকৃত আসামীরা হলো- ১। মোঃ লিটন মিয়া (২৮), পিতা- মোঃ শাহ আলম, সাং- কোল্লা পাথর, থানা- কসবা, জেলা- ব্রম্মণবাড়ীয়া, ২। খাজা মাইনুদ্দিন চীশতি (২০), পিতা- মোঃ আবুল হোসেন, সাং- আসাবাড়ী, থানা- ব্রাহ্মনপাড়া, জেলা- কুমিল্লা, ৩। মোঃ সোহেল খান (৩১) (ড্রাইভার), পিতা- মোঃ হারুন অর রশিদ, সাং- শামিমাবাদ, থানা- কোতয়ালী, জেলা- সিলেট।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা জব্দকৃত আলামত মাদকদ্রব্য গাঁজা গুলো কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে মাইক্রোবাসে পরিবহন করছিল বলিয়া উপস্থিত সাক্ষীগণদের সম্মুখে স্বীকার করে জবানবন্দি প্রদান করে। গ্রেফতারকৃত ব্যক্তিগণ পেশাদার মাদক ব্যবসায়ী বলে পরিচিত। তারা দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন অঞ্চলে মাদক ক্রয় বিক্রয় করে আসছে। এ ঘটনায় সিরাজগঞ্জ জেলার সালংগা থানায় দেশের প্রচলিত আইনে মামলা রুজু করা হয়েছে।
উল্লেখ্য, উপরোক্ত ঘটনায় র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর বিরতিহীন চলমান অভিযানে মাইক্রোবাস’সহ মাদকদ্রব্য গাঁজ উদ্ধার তথা আসামীদের গ্রেফতারের বিষয়টি আজ রবিবার (২৭ মার্চ) ২০২২ ইং তারিখ দুপুর ১২ ঘটিকার দিকে সিপিসি- ২ নাটোর, র‍্যাব-৫, কতৃক ই-মেইল যোগে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিটিসি নিউজকে নিশ্চিত করা হয়।
ইতোমধ্যেই র‍্যাবের পক্ষ থেকে অপরাধীদের কঠোর হুশিয়ারী দিয়ে জানানো হয় যে, দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায়ের লক্ষ্যে অবৈধ অস্ত্র-মাদকদ্রব্য উদ্ধার থেকে শুরু করে সকল প্রকার অরাজকতাকে রুখে দিতে র‍্যাব বদ্ধপরিকর। এ ছাড়াও র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের জিরো টলারেন্স ঘোষণার পাশাপাশি অপরাধীদের বিরুদ্ধে তাদের অভিযান গুলো চলমান রেখেছেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ প্রতিনিধি রুহুল আমীন খন্দকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.