র‌্যাবের অভিযানে ১শ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা ১শ গ্রাম হেরোইনসহ মামুন ইসলাম (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে সান্তাহার রেলওয়ে থানায় সোপর্দ করেছেন।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকালে সান্তাহার রেলওয়ে থানার আওতায় জয়পুরহাট রেলওয়ে স্টেশন থেকে তাকে আটক করা হয়। মামুন ইসলাম রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার মাটিকাটা গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে। এ ব্যাপারে সান্তাহার রেলওয়ে থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে।
সান্তাহার রেলওয়ে থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে রাজশাহী থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে মাদক পাচার হচ্ছে। এমন গোপন সংবাদের ভিক্তিতে জয়পুরহাট র‌্যাব-৫ এর সদস্যরা ট্রেনে অভিযান পরিচালনা করেন।
এসময় মাদক ব্যবসায়ী মামুন ইসলাম জয়পুরহাট স্টেশনে ট্রেন থেকে নেমে পালানোর সময় র‌্যাব-৫ এর সদস্যরা তাকে আটক করে শরীর তল্লাশি করে বিশেষ কায়দায় রাখা ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করে সান্তাহার রেলওয়ে থানায় সোপর্দ করেন।
সান্তাহার রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন গ্রেফতারকৃত মামুন ইসলামকে আদালতে পাঠানো হয়েছে। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.